নয়াদিল্লি, 24 এপ্রিল: 43 বলে 88 রান ৷ ইনিংস সাজানো 8টি ছয় ও 5টি চারে ৷ স্ট্রাইক রেট 204.65 ৷ মৃত্যুকে জয় করে বাইশ গজে ফেরা ঋষভ কি আরও ধারালো ? রশিদ খান ছাড়া গুজরাত টাইটান্সের বেঞ্চে তেমন বোলার না-থাকলেও পন্তের কৃতিত্ব তাতে কোনওভাবে খাটো করা যাবে না ৷ অধিনায়ককে সঙ্গ দিলেন 66 রান করা অক্ষর প্যাটেল ৷ দু’জনের দাপটে স্কোরবোর্ডে 224 রান তুলল দিল্লি ক্যাপিটালস ৷
ঋষভ-অক্ষরের দাপট চললেও এদিন ব্যর্থ পৃথ্বী শ ও জ্যাক ফ্র্যাসার-ম্যাকগার্ক ৷ 11 রান এসেছে পৃথ্বীর ব্যাটে ৷ 23 রান করে ক্রিজ ছেড়েছেন ম্যাকগার্ক ৷ 5 রান এসেছে সাই হোপের ব্য়াট থেকে ৷ 26 রান করে অপরাজিত ট্রিস্টান স্টাবস ৷
সমস্ত কিছু ঠিক থাকলে বিশ্বকাপের দলের ফিরতে চলেছেন 2022 সালের ডিসেম্বরে পথ দুর্ঘটনায় বেঁচে ফেরা পন্ত ৷ বিসিসিআই’য়ের এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছিল, আইপিএল শেষ হতে এখনও অনেক দেরি ৷ পন্তের উপর কড়া নজর রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এই ফর্ম ধরে রাখতে পারলে ডিস্টিংশন পাবেন দিল্লির স্টাম্পার-ব্যাটার ৷
2019 সালের 4 মে শেষবার অরুণ জেটলি স্টেডিয়ামে ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন ঋষভ পন্ত ৷ এরপরের বছর 2020 সালের আইপিএল করোনা অতিমারির কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে চলে যায় ৷ পরের মরশুমে দিল্লিতে কয়েকটি ম্যাচ খেলা হলেও, সেখানে ক্যাপিটালসের ম্যাচ ছিল না ৷ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে, সেই সময়ও টুর্নামেন্ট মরুদেশে সরিয়ে নেওয়া হয় ৷ 2022 সালে পুরো টুর্নামেন্ট মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে আয়োজিত হয় ৷ আর পরের বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট থেকেই দূরে সরে যান ঋষভ ৷
হায়দরাবাদের বিরুদ্ধে 20 এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 5 বছর পর প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পন্তের ৷ 44 রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক ৷ দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷
আরও পড়ুন:
- ঘরের মাঠে আবেগঘন প্রত্যাবর্তনের অপেক্ষায় পন্ত, সামনে সানরাইজার্সের বিস্ফোরক ব্যাটিং
- ঋষভের প্রত্যাবর্তন মানুষের কাছে সত্যিকারের অনুপ্রেরণা, মত ওয়াটসনের
- বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত