পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

যুবির নজির ছুঁয়ে ওভারে ছয় ছক্কা আরেক বাঁ-হাতি ভারতীয়ের, দিল্লি লিগে রেকর্ড রান - DELHI BATTER MATCHES YUVRAJ RECORD - DELHI BATTER MATCHES YUVRAJ RECORD

DELHI BATTER HITS SIX SIXES IN AN OVER: রবি শাস্ত্রী, যুবরাজ সিংদের এলিট ক্লাবে দিল্লির তরুণ ব্যাটার প্রিয়াংশ আর্য ৷ দিল্লি প্রিমিয়র লিগে এক ওভারে মারলেন ছয় ছক্কা ৷ শতরানও হাঁকালেন তিনি ৷

PRIYANSH ARYA
প্রিয়াংশ আর্য (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 31, 2024, 9:27 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট:যুবরাজ সিং, হার্সেল গিবস, রবি শাস্ত্রীদের সঙ্গে এলিট ক্লাবে 23 বছরের প্রিয়াংশ আর্য ৷ শনিবার দিল্লি প্রিমিয়র লিগে সাউথ দিল্লি সুপারস্টার্জের হয়ে এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন তরুণ বাঁ-হাতি ব্য়াটার ৷ শুধুই কি তাই? 50 বলে 120 রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে পৌঁছে দিলেন 308 রানের পাহাড়ে (20 ওভারে) ৷ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যা সর্বাধিক রানের রেকর্ড ৷

এদিন দক্ষিণ দিল্লির হয়ে ওপেনে নেমেছিলেন বাঁ-হাতি এই ব্যাটার ৷ শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৷ প্রিয়াংশের 120 রানের বিস্ফোরক ইনিংস এদিন সাজানো ছিল 10টি চার ও 10টি ছয়ে ৷ ইনিংসের দ্বাদশ ওভারে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বাঁ-হাতি স্পিনার মনন ভরদ্বাজকে ওভারে 6টি ছক্কা হাঁকান প্রিয়াংশ ৷ সেইসঙ্গে শাস্ত্রী-যুবরাজদের সঙ্গে বসে যান একাসনে ৷ প্রিয়াংশ ছাড়াও এদিন দক্ষিণ দিল্লির হয়ে বিধ্বংসী শতরানের ইনিংস আসে আযুষ বাদোনির ব্যাটে ৷ তিনি করেন 55 বলে 165 রান ৷ মারেন 19টি ছয় ৷

জোড়া ব্যাটারের বিস্ফোরক শতরানে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 308 রান তোলে দক্ষিণ দিল্লি ৷ যা ফ্র্যাঞ্চাইজি (টি-20) টুর্নামেন্টে সর্বাধিক রানের নজির ৷ তারা এদিন টপকে যায় 2024 আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের 287 রানের নজিরকে ৷ ব্যক্তিগত শতরানের পাশাপাশি জুটিতেও এদিন নজির গড়েন প্রিয়াংশ এবং আয়ুষ ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটারের 286 রানের পার্টনারশিপ কুড়ি-বিশের ক্রিকেটে যে কোনও উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ ৷

প্রিয়াংশের আগে ওভারে ছয় ছক্কা হাঁকানোর নজির রয়েছে চার ভারতীয়ের ঝুলিতে ৷ 1985-86 রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে প্রথম ভারতীয় হিসেবে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন রবি শাস্ত্রী ৷ এরপর 2007 টি-20 বিশ্বকাপে ডারবানে ওভারে 6টি ছক্কা এসেছিল যুবরাজের ব্যাটে ৷ এছাড়া 2022 বিজয় হাজারে ট্রফি এবং 2024 সিকে নাইড়ু ট্রফিতে ওভারে ছয় ছক্কা মারার নজির রয়েছে যথাক্রমে রুতুরাজ গায়কোয়াড় ও ভামশি কৃষ্ণর ৷

ABOUT THE AUTHOR

...view details