পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লক্ষ্মীবারে বেছে নেওয়া হবে মোহনবাগান রত্ন, সাদিকুর বদলে গ্রেগ স্টুয়ার্টে আগ্রহ - Mohun Bagan Ratna

Mohun Bagan Ratna: বৃহস্পতিবার মোহনবাগান রত্ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কার্যকরী কমিটি ৷ যে বৈঠকে একাধিক প্রাক্তন খেলোয়াড়েরর নাম উঠে আসছে ৷ বর্ষসেরা ফুটবলার হতে পারেন দ্রিমিত্রি পেত্রাতোস ৷

ETV BHARAT
মোহনবাগান রত্ন নিয়ে সিদ্ধান্ত নিতে কার্যকরী কমিটির বৈঠক বৃহস্পতিবার ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 7:40 PM IST

কলকাতা, 17 জুলাই: মোহনবাগান রত্ন হওয়ার দৌড়ে মানস ভট্টাচার্য, বিদেশ বসু, কম্পটন দত্ত এবং শ্যামল বন্দ্যোপাধ্যায় নাম ৷ বৃহস্পতিবার বিকেল তিনটেয় মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক ৷ সেখানেই এই বছরের মোহনবাগান রত্নের নাম চূড়ান্ত হবে ৷ সবুজ-মেরুন জার্সিতে অবদানের ভিত্তিতে বেছে নেওয়া হয় রত্ন সম্মানের উপযুক্ত ব্যক্তিকে ৷ মানস, বিদেশ, কম্পটন ও শ্যামল ছাড়াও কয়েকজন ক্রীড়াব্যক্তিত্বের নাম মোহনবাগান রত্ন তালিকায় আলোচিত হবে কার্যকরী কমিটির বৈঠকে ৷ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার সম্ভবত পেতে চলেছেন দ্রিমিত্রি পেত্রাতোস ৷

29 জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানের দিনই হোসে মোলিনার অধীনে সবুজ-মেরুন সিনিয়র দল প্র্যাকটিস শুরু করবে ৷ ডুরাণ্ড কাপের মধ্যে সিনিয়র দলের প্র্যাকটিস শুরু নিয়ে সমর্থকদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে ৷ সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের বক্তব্য দলে 10 জন জাতীয় দলের ফুটবলার রয়েছেন ৷ বিদেশিরাও আইএসএল খেলে বাড়ি গিয়েছেন ৷ সবাইকে পর্যাপ্ত বিশ্রাম দিতেই দেরিতে অনুশীলন শুরু হচ্ছে ৷ কারণ, ডুরাণ্ড কাপ দিয়ে মরশুম শুরু হলেও সামনে লম্বা ফুটবল ৷ এএফসি কাপ, আইএসএল, সুপার কাপের খেলা রয়েছে ৷ ফলে ফুটবলারদের তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত ৷

এদিকে দলবদলে আনোয়ারকে নিয়ে বিতর্কের মধ্যে সাদিকুর বিকল্প খুঁজছে মোহনবাগান ৷ আর্মেনিয়ার কিংবদন্তি ফুটবলার গত মরশুমে সবুজ-মেরুন জার্সি পড়লেও সেভাবে দাগ কাটতে ব্যর্থ হয়েছেন ৷ ফলে তাঁকে লিয়েনে অন্য দলে দিয়ে ভালো মানের আক্রমণাত্মক ফুটবলারের খোঁজে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট রিক্রুটাররা ৷ চলতি মরশুমে মোহনবাগানে থাকলেও ম্যাচ খেলার বেশি সুযোগ সম্ভবত নাও পেতে পারেন আর্মান্দো সাদিকু ৷ আর সেই কারণেই তিনি চাইছেন এফসি গোয়ার হয়ে খেলতে ৷

আর সেই ট্রান্সফার যদি হয়ে যায়, তা হলে গ্রেগ স্টুয়ার্টকে সই করাতে পারে মোহনবাগান ৷ জেসন কামিন্স, জেমি ম্যাকলরেনের সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট থাকলে মোহনবাগানের আক্রমণভাগ দারুণ শক্তিশালী হবে, তা বলাই যায় ৷ গ্রেগ ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই দারুণ ছাপ ফেলেছেন ৷ স্ট্রাইকার হিসেবে প্রচুর গোল এসেছে তাঁর পা থেকে ৷ তবে, সবকিছু নির্ভর করছে সাদিকুর সিদ্ধান্তের উপর ৷ এখন দেখার আর্মেনিয়ান স্ট্রাইকার সবুজ-মেরুন ছেড়ে গোয়া পাড়ি দেন কি না ৷

ABOUT THE AUTHOR

...view details