রিয়াধ, 18 অগস্ট: সৌদি সুপার কাপের ফাইনালে শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওই গোলেও জেতা হল না আল-নাসেরের ৷ নেইমারহীন আল-হিলালের কাছে 4 গোল খেয়ে মরশুমের প্রথম ট্রফি ঘরে তোলা হল না ‘রোনাল্ডো অ্যান্ড কোং’য়ের ৷ দু’টি গোল করেন প্রাক্তন নিউক্যাসল এবং ফুলহ্যামে খেলা স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ ৷
44 মিনিটের মাথায় রিবাউন্ডে আসার বল জালে জড়িয়ে দিয়েছিলেন রোনাল্ডো ৷ আল-নাসেরের গোলমুখী শট বলতে ওই একটিই ৷ বাকি সময়টা খেলল আল-হিলাল ৷ লিগামেন্টের চোট সারিয়ে এখনও দলে যোগ দেননি নেইমার ৷ ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই অবশ্য মাঠে ফুল ফোটাল তাঁর দল ৷ প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় আল-হিলাল ৷ তাতেই আসে সাফল্য ৷