হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গতিবিধিতে সবসময় নজর ফুটবল অনুরাগীদের ৷ চলতি মরশুম শেষের পথে ৷ আর চলতি মরশুমে শেষ হয়ে যাওয়ার সঙ্গেই সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পর্তুগিজ মহাতারকার ৷ আগামী মরশুমে ক্রিশ্চিয়ানো কোথায় খেলবেন? জানতে অনুরাগীদের আগ্রহের শেষ নেই ৷ সেই আগ্রহের নিরসণ কার্যত হয়েই গেল ৷ অন্য কোথাও নয়, সৌদির ক্লাবেই আরও একবছরের জন্য থেকে যাচ্ছেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয় ৷
আল নাসেরের সঙ্গে আরও একবছর চুক্তি নবীকরনের মনস্থির করেছেন সম্প্রতি চল্লিশ পূর্ণ করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সংবাদসংস্থা এএফপি'কে সোমবার এমনটাই জানিয়েছেন সৌদির ক্লাবের এক আধিকারিক ৷ এএফপি'র রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট ক্লাবকে আগামী বছর জুন পর্যন্ত চুক্তি নবীকরনের মৌখিক সম্মতি দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বাধিক গোলদাতা ৷ সংশ্লিষ্ট ক্লাব আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থার তরফে লেখা হয়েছে, "দু'পক্ষই সম্প্রতি চুক্তি পুনর্নবীকরনের ব্য়াপারে সম্মত হয়েছে ৷ তবে চুক্তিপত্রে স্বাক্ষর এখনও হয়নি ৷ কিছুদিনের মধ্যেই সেই ঘোষণা চলে আসবে ৷"