শ্রীনগর, 17 ফেব্রুয়ারি: সচিন অনুরাগীরা সামনে থেকে দেখলেন ক্রিকেট অফ গড'কে ৷ এই মুহূর্তে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর মেয়ে সারা ও স্ত্রী অঞ্জলিকে নিয়ে রয়েছেন জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ৷ শনিবার শ্রীনগরের অবন্তিপোরার চেরসুতে ব্যাট তৈরির কারখানা পরিদর্শন করেন মাস্টার ব্লাস্টার । 'এমজেএস ব্যাট ইন্ডাস্ট্রি' ক্রিকেটের যাবতীয় সরঞ্জাম তৈরি করে। সেখানেই এদিন ঢুঁ মারেন সচিন ৷ ম্যানুফ্যাকচারিং ইউনিটের মালিক মাস্টার ব্লাস্টারকে এদিন বাড়িতে বসে চা-ও খাওয়ান ৷
দীর্ঘ কথোপকথন ও পরিদর্শনের পর, সচিন নিখুঁত ক্রিকেট ব্যাট তৈরির জন্য 'এমজেএস ব্যাট ইন্ডাস্ট্রি'র প্রশংসা করে ৷ তিনি খেলোয়াড়দের জন্য সঠিক সরঞ্জাম ব্যবহারের তাৎপর্য তুলে ধরেন ৷ পাশাপাশি ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর এর কী প্রভাব ফেলতে পারে তাও জানান কিংবদন্তি ক্রিকেটার। এরপর সচিন সম্ভবত প্যারা-ক্রিকেটার আমির হোসেন লোনের সঙ্গে দেখা করতে পারেন ৷ বাবার কারখানায় কাজ করার সময় মাত্র আট বছর বয়সে দু'হাত বাদ পড়েছিল আমির হুসেন লোনের। তার পরেও লড়াই থামাননি তিনি। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। সেই স্বপ্নপূরণ করেছেন। জম্মু-কাশ্মীরের রাজ্য প্যারা ক্রিকেট দলের অধিনায়ক তিনি। ওয়াঘানা গ্রামের বাসিন্দা আমির বল করেন পা দিয়ে। ব্যাট করার সময় ব্যাট ধরেন গলা ও ঘাড়ের মাঝে।