পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মেয়ে ও স্ত্রী'কে নিয়ে ভূস্বর্গে সচিন, সেখানেও হাতে দেখা গেল ব্যাট-বল - সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar: কিংবদন্তি সচিন তেন্ডুলকর এখন রয়েছেন জম্মু-কাশ্মীরে ৷ ভূস্বর্গে সঙ্গে করে নিয়ে গিয়েছেন মেয়ে সারা ও স্ত্রী অঞ্জলিও ৷ সেইসঙ্গে মাস্টার ব্লাস্টারের হাতে দেখা গেল ব্যাট ও বল ৷ কারণ তুলে ধরল ইটিভি ভারতের প্রতিনিধি জুলকারনাইন জুলফি ৷

মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ভূস্বর্গে সচিন
Sachin Tendulkar

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 7:32 PM IST

মেয়ে ও স্ত্রী'কে নিয়ে ভূস্বর্গে সচিন

শ্রীনগর, 17 ফেব্রুয়ারি: সচিন অনুরাগীরা সামনে থেকে দেখলেন ক্রিকেট অফ গড'কে ৷ এই মুহূর্তে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর মেয়ে সারা ও স্ত্রী অঞ্জলিকে নিয়ে রয়েছেন জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ৷ শনিবার শ্রীনগরের অবন্তিপোরার চেরসুতে ব্যাট তৈরির কারখানা পরিদর্শন করেন মাস্টার ব্লাস্টার । 'এমজেএস ব্যাট ইন্ডাস্ট্রি' ক্রিকেটের যাবতীয় সরঞ্জাম তৈরি করে। সেখানেই এদিন ঢুঁ মারেন সচিন ৷ ম্যানুফ্যাকচারিং ইউনিটের মালিক মাস্টার ব্লাস্টারকে এদিন বাড়িতে বসে চা-ও খাওয়ান ৷

দীর্ঘ কথোপকথন ও পরিদর্শনের পর, সচিন নিখুঁত ক্রিকেট ব্যাট তৈরির জন্য 'এমজেএস ব্যাট ইন্ডাস্ট্রি'র প্রশংসা করে ৷ তিনি খেলোয়াড়দের জন্য সঠিক সরঞ্জাম ব্যবহারের তাৎপর্য তুলে ধরেন ৷ পাশাপাশি ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর এর কী প্রভাব ফেলতে পারে তাও জানান কিংবদন্তি ক্রিকেটার। এরপর সচিন সম্ভবত প্যারা-ক্রিকেটার আমির হোসেন লোনের সঙ্গে দেখা করতে পারেন ৷ বাবার কারখানায় কাজ করার সময় মাত্র আট বছর বয়সে দু'হাত বাদ পড়েছিল আমির হুসেন লোনের। তার পরেও লড়াই থামাননি তিনি। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। সেই স্বপ্নপূরণ করেছেন। জম্মু-কাশ্মীরের রাজ্য প্যারা ক্রিকেট দলের অধিনায়ক তিনি। ওয়াঘানা গ্রামের বাসিন্দা আমির বল করেন পা দিয়ে। ব্যাট করার সময় ব্যাট ধরেন গলা ও ঘাড়ের মাঝে।

গত মাসে, মাস্টার ব্লাস্টার একটি আবেগঘন পোস্ট করেন লোনের জন্য ৷ তাঁর অনবদ্য পারফর্মম্যান্স ও লড়াইয়ের জন্য প্রশংসা করেন ও আগামিদিনে উৎসাহও দেন ৷ সচিন সোশালে লেখেন, "আমির অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। আমি এটা দেখে খুব মুগ্ধ হয়েছি! খেলার জন্য তার কতটা ভালবাসা এবং উৎসর্গ রয়েছে তা দেখায়। আশা করি আমি একদিন তাঁর সঙ্গে দেখা করতে পারব এবং তাঁর নামলেখা একটি জার্সি পাব।" এর আগে সচিন তেন্ডুলকর বৃহস্পতিবার বিকেলে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে নিয়ে তাজমহল ঘুরে দেখেন। দু'জনেই রয়্যাল গেটে প্রচুর ফটো এবং ভিডিয়ো করেন।

আরও পড়ুন:

  1. তাজমহলে মাস্টার-ব্লাস্টার, সস্ত্রীক ঘুরে দেখলেন প্রেমসৌধ
  2. অধিনায়ককে সঙ্গী করে ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুললেন সচিন, ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান!
  3. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি

ABOUT THE AUTHOR

...view details