পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রিকেট-সহ কমনওয়েলথ গেমস থেকে বাদ ভারতের পছন্দের বহু ইভেন্ট

মাত্র 10টি স্পোর্টস ইভেন্ট অনুষ্ঠিত হবে 2026 গ্লাসগো কমনওয়েলথে ৷ বাদ গিয়েছে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন-সহ বহু খেলা; যেখানে ভারতের আধিপত্য রয়েছে ৷

COMMONWEALTH GAMES 2026
2022 কমনওয়েলথে পদক জয়ের পর হরমনপ্রীত ও রেণুকা (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

লন্ডন, 22 অক্টোবর:বাজেটবান্ধব করার চক্করে আসন্ন গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল হকি, ক্রিকেট-সহ এমন একাধিক খেলা; যা পদকজয়ের নিরিখে ভারতকে অনেকটা ব্যকফুটে ঠেলে দিল ৷ যে ক'টি স্পোর্টসকে আসন্ন কমনওয়েলথ থেকে সরিয়ে দেওয়া হল, তার মধ্যে অধিকাংশতেই গত বার্মিংহ্যাম কমনওয়েলথে পোডিয়াম ফিনিশ করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা ৷

1998 কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসের পর বার্মিংহ্য়ামে প্রত্যাবর্তন ঘটেছিল ক্রিকেটের ৷ যদিও কেবল মহিলাদের টি-20 ক্রিকেটকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল সেখানে ৷ বাজেট কমাতে গিয়ে গ্লাসগো থেকে বাদ গেল তাও ৷ সঙ্গে বাদ গেল হকি, কুস্তি, ব্য়াডমিন্টন, স্কোয়াশ, টেবল টেনিস ৷ এছাড়া রাগবি সেভেনস, বিচ ভলির মত আরও কয়েকটি খেলাকেও ছেঁটে ফেলা হয়েছে ৷

2022 কমনওয়েলথ গেমসের দিকে যদি তাকানো যায় তাহলে ভারতীয় দল যে 61টি পদক বার্মিংহ্য়ামে জিতেছিল, তার অর্ধেকেরও বেশি এসেছিল ক্রিকেট, হকি, কুস্তি, ব্য়াডমিন্টন, স্কোয়াশ, টেবল টেনিস থেকে ৷ এর মধ্যে 12টি এসেছিল কুস্তি থেকে, সাতটি এসেছিল টেবল টেনিস থেকে, ছ'টি ব্য়াডমিন্টন, দু'টি করে এসেছিল স্কোয়াশ ও হকি থেকে ৷ আর ক্রিকেট থেকে এসেছিল একটি পদক ৷

সবমিলিয়ে গতবার 30টি পদক আসা 6টি ইভেন্টকে গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে কমিয়ে দেওয়ায় ভারতের পদক সম্ভাবনা যে অনেকটাই ধাক্কা খাবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ প্রথমে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে হওয়ার কথা থাকলেও অর্থাভাবে তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেয় ৷ পরিবর্তে 12 বছর পর ফের প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে গ্লাসগোয় ৷ মঙ্গলবারই নিশ্চিত হয়েছে তা ৷

তবে সেখানেও অন্তরায় অর্থাভাব ৷ আর সে কারণেই এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই সব স্পোর্টসকে ছেঁটে ফেলল গ্লাসগো কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ ৷ পরিবর্তে শহরের চারটি ভেন্যুতে মাত্র 10টি স্পোর্টস নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস ৷ সেগুলি হল-

  • অ্যাথলেটিক্সে ও প্য়ারা অ্যাথলেটিক্স
  • সুইমিং ও প্য়ারা সুইমিং
  • আর্টিস্টিক জিমন্যাস্টিকস
  • ট্র্য়াক সাইক্লিং এবং প্য়ারা ট্র্যাক সাইক্লিং
  • নেটবল
  • ওয়েটলিফটিং (ভারত্তোলন) ও প্য়ারা ওয়েট লিফটিং
  • বক্সিং
  • জুডো
  • বোলস ও প্যারা বোলস
  • 3x3 বাস্কেটবল এবং 3x3 হুইলচেয়ার বাস্কেটবল
  1. কমনওয়েলথে ভারতের জয়জয়কার, চতুর্থ দেশ হিসাবে 200টি সোনা জয়
  2. প্য়ারিসের ব্যর্থতা ভুলে বিশ্বকাপে ফের পদক দীপিকার, জিতলেন রুপো

ABOUT THE AUTHOR

...view details