পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খেলিফ থেকে ফোগত, ফেলে আসা বছরে যে সকল বিতর্কের আঁচ লেগেছে খেলাধুলোয় - SPORTS CONTROVERSIES IN 2024

হাত ধরাধরি করে হেঁটেছে সাফল্য ও ব্যর্থতা ৷ তবে ক্রীড়াবিশ্ব বড়সড় কিছু বিতর্কের সাক্ষী থেকেছে 2024 সালে ৷ গুরুত্বপূর্ণ সেইসব বিতর্ক একনজরে ৷

SPORTS CONTROVERSIES IN 2024
ফেলে আসা বছরে ফিরে দেখা ময়দানী বিতর্ক (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Dec 20, 2024, 8:53 PM IST

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: সাফল্য কিংবা ব্যর্থতা যেমন অঙ্গাঙ্গি, তেমন খেলাধুলোয় পরতে পরতে জড়িয়ে থাকে বিতর্কও ৷ শেষ হতে চলল 2024 ৷ ফেলে আসা বছরেও ময়দান সরব হয়েছে একাধিক বিতর্কে ৷ ক্রিকেট হোক বা অন্যান্য খেলা, বিতর্ক বেশ কিছু ক্ষেত্রে ছাপিয়ে গিয়েছে ফলাফলকে ৷ তেমনই ক্রীড়াবিশ্বে কিছু উল্লেখযোগ্য বিতর্ক ফিরে দেখা যাক বর্ষশেষের প্রাকমুহূর্তে ৷

অলিম্পিক্সে 'অযোগ্য' ঘোষিত ভিনেশ ফোগত: চলতি বছর 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এ 50 কেজি বিভাগে প্রতিনিধিত্ব করেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ ফাইনালে পৌঁছে সোনা জয়ের দাবিদার ছিলেন হরিয়ানার পালোয়ান ৷ কিন্তু স্বর্ণপদক জয়ের ম্য়াচের দিন সকালে ওয়ে-ইনের সময় তাঁর ওজন 100 গ্রাম বেশি থাকায় ভারতীয় কুস্তিগীরকে অযোগ্য ঘোষণা করা হয় ৷ কোনওরকম পদকজয়ের সম্ভাবনা থেকে বঞ্চিত হন তিনি ৷ যা নিয়ে ভারত তথা ক্রীড়াবিশ্বে হইচই পড়ে যায় ৷ পরে কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেও লাভ হয়নি ৷

অলিম্পিক্সে অযোগ্য ঘোষিত ভিনেশ (GETTY)

লিঙ্গ বিতর্কে অলিম্পিক্সে সোনাজয়ী ইমানে খেলিফ: অলিম্পিক্সের মঞ্চেই লিঙ্গ বিতর্ক থাবা বসায় আলজিরিয়ার মহিলা বক্সার ইমানে খেলিফকে ৷ রাউন্ড অফ 16 বাউট শুরুর এক মিনিটের মধ্যেই খেলিফের ঘুষিতে ইতালির প্রতিদ্বন্দ্বী লুটিয়ে পড়তেই খেলিফের লিঙ্গ নিয়ে চর্চা শুরু হয় নেটমাধ্যমে ৷ এমনকী অলিম্পিক্সের জেন্ডার পলিসি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনুরাগীরা ৷ কারণ লিঙ্গ নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে না-পারায় গতবছর আইবিএ তাঁকে ডিসকোয়ালিফাই করে ৷ সোশাল মিডিয়ায় প্রচুর সমালোচনা শুনতে হয় খেলিফকে ৷ আবার সমর্থনও আদায় করে নেন আলজিরিয়ান বক্সার ৷ শেষমেশ সোনা জিতে জবাব দেন খেলিফ ৷

সোনা জয় খেলিফের (GETTY)

ব্যালন ডি'অর বিতর্ক: 2024 ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ৷ কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সরিয়ে ব্য়ালন ডি'অর জিতে নেন ম্যান সিটি'র ডিফেন্ডার রদ্রি ৷ আর পুরস্কার প্রদানের আগেই বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ায় প্রতিবাদস্বরূপ অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ ৷ যা বছরের অন্যতম বিতর্কিত ঘটনা ৷

রদ্রির ব্যালন ডি'অর জয় (GETTY)

আনোয়ার আলির নির্বাসন: চলতি ফুটবল মরশুম শুরুর আগে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি ৷ লোনে সবুজ-মেরুনে খেলা দিল্লি এফসি'র ফুটবলার পড়শি ক্লাবে যোগদান করায় সর্বভারতীয় ফুটবল ফেডারশনে অভিযোগ জানায় সবুজ-মেরুন শিবির ৷ পরবর্তীতে নিয়ম ভেঙে লাল-হলুদের চুক্তিপত্রে সই করায় 24 বছর বয়সি ফুটবলারকে চার মাসের জন্য সাসপেন্ড করে ফেডারেশন ৷ সেইসঙ্গে আনোয়ারের সঙ্গেই বড় অঙ্কের জরিমানা করা হয় ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি'কে ৷ যদিও দিল্লি হাইকোর্ট হস্তক্ষেপ করে নতুন করে শুনানির নির্দেশ দেয় এই মামলায় ৷ নতুন করে শুনানি এখনও শুরু না-হওয়ায় আপাতত লাল-হলুদ জার্সিতে খেলছেন আনোয়ার ৷

ছাঁটাই হয়ে বিস্ফোরক স্টিম্যাচ: 2026 বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হওয়ায় ভারতীয় ফুটবল দলের কোচ পদ থেকে ইগর স্টিম্যাচকে ছেঁটে ফেলে ভারতীয় ফুটবল ফেডারেশন ৷ এরপর আইএফএফ-এর বিরুদ্ধে বকেয়া বেতনের গুরুতর অভিযোগ আনেন ক্রোট কোচ ৷ এমনকী ফিফারও দ্বারস্থ হন তিনি ৷ পাল্টা অভিযোগে সরব হয় এআইএফএফ ৷

বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ শ্রেয়স-ঈশান: বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেটে অংশ না-নেওয়ায় 2024 সালে বিসিসিআই'য়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ ৷ যা ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত ঘটনা ফেলে আসা বছরে ৷

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তান আয়োজক হওয়ায় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণে অনীহা প্রকাশ করে ভারত ৷ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবি জানায় তারা ৷ যা বিতর্কের জন্ম দেয় ৷ শেষমেশ ভারতের দাবি মেনে অবশ্য হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনেই সিলমোহর দিয়েছে আইসিসি ৷ একইসঙ্গে 2027 পর্যন্ত আইসিসি ইভেন্টে যে কোনও পরিস্থিতিতে দুই দল নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে জানিয়েছে তাঁরা ৷

2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল (GETTY)

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details