হায়দরাবাদ, 20 ডিসেম্বর: সাফল্য কিংবা ব্যর্থতা যেমন অঙ্গাঙ্গি, তেমন খেলাধুলোয় পরতে পরতে জড়িয়ে থাকে বিতর্কও ৷ শেষ হতে চলল 2024 ৷ ফেলে আসা বছরেও ময়দান সরব হয়েছে একাধিক বিতর্কে ৷ ক্রিকেট হোক বা অন্যান্য খেলা, বিতর্ক বেশ কিছু ক্ষেত্রে ছাপিয়ে গিয়েছে ফলাফলকে ৷ তেমনই ক্রীড়াবিশ্বে কিছু উল্লেখযোগ্য বিতর্ক ফিরে দেখা যাক বর্ষশেষের প্রাকমুহূর্তে ৷
অলিম্পিক্সে 'অযোগ্য' ঘোষিত ভিনেশ ফোগত: চলতি বছর 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এ 50 কেজি বিভাগে প্রতিনিধিত্ব করেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ ফাইনালে পৌঁছে সোনা জয়ের দাবিদার ছিলেন হরিয়ানার পালোয়ান ৷ কিন্তু স্বর্ণপদক জয়ের ম্য়াচের দিন সকালে ওয়ে-ইনের সময় তাঁর ওজন 100 গ্রাম বেশি থাকায় ভারতীয় কুস্তিগীরকে অযোগ্য ঘোষণা করা হয় ৷ কোনওরকম পদকজয়ের সম্ভাবনা থেকে বঞ্চিত হন তিনি ৷ যা নিয়ে ভারত তথা ক্রীড়াবিশ্বে হইচই পড়ে যায় ৷ পরে কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেও লাভ হয়নি ৷
লিঙ্গ বিতর্কে অলিম্পিক্সে সোনাজয়ী ইমানে খেলিফ: অলিম্পিক্সের মঞ্চেই লিঙ্গ বিতর্ক থাবা বসায় আলজিরিয়ার মহিলা বক্সার ইমানে খেলিফকে ৷ রাউন্ড অফ 16 বাউট শুরুর এক মিনিটের মধ্যেই খেলিফের ঘুষিতে ইতালির প্রতিদ্বন্দ্বী লুটিয়ে পড়তেই খেলিফের লিঙ্গ নিয়ে চর্চা শুরু হয় নেটমাধ্যমে ৷ এমনকী অলিম্পিক্সের জেন্ডার পলিসি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনুরাগীরা ৷ কারণ লিঙ্গ নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে না-পারায় গতবছর আইবিএ তাঁকে ডিসকোয়ালিফাই করে ৷ সোশাল মিডিয়ায় প্রচুর সমালোচনা শুনতে হয় খেলিফকে ৷ আবার সমর্থনও আদায় করে নেন আলজিরিয়ান বক্সার ৷ শেষমেশ সোনা জিতে জবাব দেন খেলিফ ৷
ব্যালন ডি'অর বিতর্ক: 2024 ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ৷ কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সরিয়ে ব্য়ালন ডি'অর জিতে নেন ম্যান সিটি'র ডিফেন্ডার রদ্রি ৷ আর পুরস্কার প্রদানের আগেই বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ায় প্রতিবাদস্বরূপ অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ ৷ যা বছরের অন্যতম বিতর্কিত ঘটনা ৷