East Bengal Coach Carles Cuadrat: আইএসএলে টানা তিন ম্যাচে পরাজয়, ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে হার ও এএফসি কাপের প্রথম ম্যাচের ব্যর্থতার দায় কুয়াদ্রাতের ওপর পড়েছিল ।
কলকাতা, 30 সেপ্টেম্বর:পদত্যাগ করলেন কার্লেস কুয়াদ্রাত । পারস্পরিক আলোচনার ভিত্তিতে ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি । আপাতত দায়িত্ব বিনো জর্জের ওপর । শক্তিশালী দল গড়েও হতশ্রী পারফরম্যান্সের কারণে সদস্য-সমর্থকরা চাপ বাড়াচ্ছিলেন । তারপরেই চরম সিদ্ধান্ত নিলেন কুয়াদ্রাত ৷
ঘরের মাঠে এফসি গোয়ার কাছে 3-2 গোলে হারের পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়াদ্রাতকে ‘গো ব্যাক’ ধ্বনি শুনতে হয়েছিল । তবুও তিনি ধৈর্য ধরার কথা বলেছিলেন । তারপর থেকে কোচ নিয়ে অসন্তোষের খবর চড়তে থাকে । রবিবার রাতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার আলোচনায় বসেছিলেন অময় ঘোষাল এবং বিনো জর্জকে নিয়ে । সেখানেও পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ।
আপাতত দায়িত্ব বিনো জর্জের ওপর (ইটিভি ভারত)
রাতে দেবব্রত সরকার বলেছিলেন, আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়েছে । বলার কিছু নেই । মনে করা হচ্ছে তখনই কোচ বদলের সিদ্ধান্ত হয় । সোমবার সকালে কোচের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা । সেখানেই খারাপ পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হয় । কেন দল আনফিট এবং চোট-আঘাতে জর্জরিত, তাও প্রশ্নের মুখে পড়ে । শেষ পর্যন্ত পারস্পরিক আলোচনার ভিত্তিতে কুয়াদ্রাত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ।
কোচকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল । সেই প্রস্তাব পাওয়ার পরেই থাকতে রাজি হননি । ইস্টবেঙ্গলের পরের খেলা পাঁচ অক্টোবর । প্রতিপক্ষ জামশেদপুর এফসি । আজ বিকেলে দু’দিন ছুটির পরে অনুশীলনে নামবে ইস্টবেঙ্গল । তবে কোচের জার্সিতে কুয়াদ্রাত নন, থাকবেন বিনো জর্জ ।