কলকাতা, 11 ফেব্রুয়ারি: পাহাড়ে নিভল মশাল। একইসঙ্গে থামল ইস্টবেঙ্গলের অপরাজিত দৌড়। আর শনিবার গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারের পর একরাশ ক্ষোভ উগরে দিলেন লাল-হলুদের হেডস্যর কার্লেস কুয়াদ্রাত ৷ দলের খেলায় অখুশি স্প্যানিয়ার্ড সাংবাদিক সম্মেলনে জানালেন তিন গোল হজম করে পয়েন্ট জেতা যায় না।
নয়া দুই বিদেশি ভিক্টর ভাসকুয়েজ ও ফেলিসিও ব্রাউনের আবির্ভাবের দিন গুয়াহাটিতে পেদ্রো বেনালির দলের কাছে 2-3 গোলে হারতে হল সুপার কাপ চ্যাম্পিয়নদের ৷ ম্যাচ হারের পর কুয়াদ্রাত এদিন বলেন, "ম্যাচের শুরুতেই জোড়া গোল হজমের বিষয়টি মেনে নেওয়া যায় না ৷ শুরুতেই আমরা দু'টো গোল খেয়ে গেলাম। আর দু'টোই রক্ষণের ভুলে হয়েছে। তবে দু'গোল হজমের পরেও আমার বিশ্বাস ছিল যে খেলায় ফিরব। গোলও করেছিলাম। আমরা ডার্বির দল নিয়েই নিয়েছিলাম। কিন্তু তারপরেই আবার গোল খেয়ে গেলাম। তিন নম্বর গোলটাই আমাদের হারিয়ে দিল। আমার রাগ কমছে না। ভেবেছিলাম, এই ধরনের ভুল করব না। কিন্তু মাঠে নেমে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। কিন্তু যেভাবে গোল দুটো খেয়েছি সেটা মেনে নিতে পারছি না।"