বেঙ্গালুরু, 15 সেপ্টেম্বর: তাঁর পুরনো দলের বিরুদ্ধে শনিবার কান্তিরাভায় হারতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতকে ৷ রীতি মেনে পয়েন্ট নষ্ট করেই আইএসএলে অভিযান শুরু হয়েছে ইস্টবেঙ্গলের ৷ দলের খেলার পাশাপাশি কোচের স্ট্র্যাটেজি নিয়ে বিরক্ত লাল-হলুদ জনতা ৷ অথচ দলের খেলায় হতাশ নন স্প্যানিশ কোচ, বরং ইস্টবেঙ্গল কোচের গলায় সন্তুষ্টি বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ছেলেদের খেলায় ৷ এমনকী গতবারের সুপার কাপ জয়ী জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল গতবারের তুলনায় অনেক বেশি পয়েন্ট অর্জন করবে ৷
বল পজেশন, পাস কিংবা গোল লক্ষ্য করে শট; সবকিছুতে এগিয়ে থেকেও শনিবার কাঙ্খিত গোলের দেখা পায়নি ইস্টবেঙ্গল ৷ কোচ জানালেন, ফুটবলে এমনটা হতেই পারে ৷ কুয়াদ্রাতের কথায়, "আমরা কাঙ্খিত ফলাফলের জন্য লড়াই চালিয়ে গিয়েছি ৷ একজন কম থাকা সত্ত্বেও শেষ মিনিট পর্যন্ত আমাদের লড়াই জারি ছিল ৷" দ্বিতীয়ার্ধে সৌভিক চক্রবর্তী এবং ক্লেইটন সিলভা ক্লিয়ার চান্স থেকে বল জালে রাখতে পারলে ফলাফল যে অন্যরকম হতে পারত, তাও স্মরণ করালেন একদা আইএসএল জয়ী কোচ ৷