কলকাতা, 12 মার্চ: প্রথম ডিভিশন ক্লাব ক্রিকেটে ওঠা ম্যাচ গড়াপেটার অভিযোগ ক্রমশই বড় আকার নিয়েছে। গড়াপেটার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ক্লাবের বিরুদ্ধে সিএবি কী ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই তাকিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা ৷ অবশেষে সোমবার সন্ধেয় ঘণ্টাদেড়েকের বৈঠকের পর গড়াপেটায় অভিযুক্ত দুই ক্লাবকে শো-কজ করল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷
সোমবার সন্ধ্যায় সিএবি'তে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সংগৃহীত যাবতীয় তথ্য ও সাক্ষ্যপ্রমাণ নাড়াচাড়া হয়। সংশ্লিষ্ট ম্যাচে মাঠের তিন আম্পায়ার, অবজারভার এবং ভিডিয়ো ফুটেজ দেখে রিপোর্টে জানানো হয়, ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিট মেনে ম্যাচটি হয়নি। শেষমেশ বঙ্গ ক্রিকেটের অম্বুডসম্যান সম্রাট সেনের পরামর্শ নিয়ে বৈঠকে জোড়া সিদ্ধান্ত হয়। প্রথম সিদ্ধান্তে অভিযুক্ত দুই ক্লাব (টাউন ক্লাব ও মহামেডান স্পোর্টিং) শো-কজ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে জবাবদিহি চাওয়া হয়েছে তাদের কাছে।
অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এদিন মূল আকর্ষণ ছিল গড়াপেটা বিতর্ক। দিনকয়েক আগে সিএবি সূত্রে খবর মিলেছিল, বৈঠকে বাংলা ক্রিকেটের শীর্ষকর্তারা নিরপেক্ষ তদন্ত কমিটি গড়তে চলেছেন। যদিও বাস্তবে সোমের বৈঠকে তেমন কিছু হয়নি। বদলে দুই ক্লাবকে শো-কজ করা হল। আগামী ছ'মাসের মধ্যেই সিদ্ধান্ত গৃহীত হবে এই বিষয়ে।