রিও ডি জেনেইরো, 18 নভেম্বর: আল হিলালের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ করতে চলেছেন নেইমার জুনিয়র ৷ কথাবার্তা যদি পরিণতি পায় তাহলে সম্ভবত আগামী ট্রান্সফার উইন্ডোতে কিশোর বয়সের ক্লাব স্যান্টোসে ফিরতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা ৷ গতবছর সৌদি প্রো-লিগের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে চোটের কারণে একবছর মাঠের বাইরে থাকতে হয়েছে একদা ব্রাজিল ফুটবলের 'ওন্ডার কিড'কে ৷ সম্প্রতি চোট সারিয়ে প্রত্য়াবর্তনের পর ফের চোট পেয়েছেন তিনি ৷ আর সে কারণেই নেইমারের পুরনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা বেড়েছে ৷
আগামী বছর জুলাই পর্যন্ত সৌদি আরবের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ নেইমার ৷ কিন্তু চুক্তি সম্পূর্ণ না-করেই ব্রাজিলিয়ান তারকা বেরিয়ে আসতে চাইছেন বলে দক্ষিণ আমেরিকার ফুটবল খেলিয়ে দেশগুলোর সংবাদমাধ্যমে খবর ৷ সাম্বার দেশের এক জনপ্রিয় স্পোর্টস ম্য়াগাজিন 'গ্লোব এসপোর্তে'র রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে আলোচনা করতে স্যান্টোস প্রেসিডেন্ট মার্সেলো টেইক্সেইরা নেইমারের বাবা এবং ম্যানেজার নেইমার স্যান্টোস সিনিয়রের সঙ্গে দেখাও করবেন আগামী সপ্তাহে ৷