পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুস্থ দিয়ামানতাকোস-রাকিপ, ব্রুজোর ভিসা সমস্যায় ডার্বিতে দায়িত্ব বিনোর কাঁধেই - ISL 2024 25

নয়া কোচের ভিসা সমস্যার কারণে ডার্বিতে লাল-হলুদ ডাগ-আউটে সম্ভবত বিনো জর্জই ৷ নাওরেম মহেশের চোট নিয়ে দুশ্চিতা বাড়লেও বড় ম্যাচের আগে খুশির খবর ইস্টবেঙ্গলে ৷

ISL 2024 25
ইস্টবেঙ্গলের অনুশীলন (EAST BENGAL MEDIA)

By ETV Bharat Sports Team

Published : Oct 17, 2024, 2:33 PM IST

কলকাতা, 17 অক্টোবর: অস্কার ব্রুজো নন, ডার্বিতে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাবেন বিনো জর্জই। নয়া কোচের ভিসা সমস্যার কারণে সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে ৷ শনিবার বড় ম্যাচ ৷ বুধবার সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কুয়াদ্রাতের উত্তরসূরি ভিসা পাননি ৷ তাই ডার্বিতে বিনো জর্জের তত্ত্বাবধানেই খেলবে ইস্টবেঙ্গল। লাল-হলুদের লগ্নিকারী সংস্থার শীর্ষকর্তা বিভাস আগরওয়াল জানিয়েছেন, তাঁরা গত শুক্রবার থেকে কোচের ভিসা পাওয়ার ব্যাপারে আশা করছেন। তবে দ্রুত কোচ দলের সঙ্গে যোগ দেবেন বলে আশায় রয়েছে দল। মঙ্গলবার বিরতির পর বুধবার ইস্টবেঙ্গল ফের ডার্বির প্রস্তুতিতে।

বুধবার যুবভারতীতে দু'টি ভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে একই সময়ে অনুশীলন করল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যে ছবি বিরল। তবে প্রস্তুতিতে বাধ সাধল প্রবল বৃষ্টি এবং বজ্রপাত। মোহনবাগান ফুটবলাররা উঠে পড়লেন, প্রবল বৃষ্টি মাথায় অনুশীলন চালিয়ে যান লাল-হলুদ ফুটবলাররা। যদিও বজ্রপাতের শঙ্কায় কিছুক্ষণ পর তাঁরাও উঠে পড়েন। লাল-হলুদ সমর্থকদের জন্য খুশির খবর দিয়ামানতাকোস এবং মহম্মদ রাকিপে সুস্থ হয়ে ওঠা। ডার্বিতে খেলতে পারেন নিশু কুমারও।

দুই সাইডব্যাক যদি স্বস্তি দেন, তবে অস্বস্তি নাওরেম মহেশ সিংকে নিয়ে। শোনা যাচ্ছে, সোমবার পায়ের পেশিতে তাঁর যে টান লেগেছিল, তা এখনও পুরোপুরি সারেনি। ঝুঁকি না-নিয়ে মহেশকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলত ডার্বিতে অনিশ্চিত মণিপুরের ফুটবলার ৷ শারীরিক কসরতের পর সিচুয়েশন প্র্যাকটিসের আগে বৃষ্টি নামায় পুরো অনুশীলন হয়নি। তবে বাগানের বিরুদ্ধে আপফ্রন্টে শুরু করতে পারেন দিয়ামানতাকোস এবং ডেভিড। সেন্টার-ব্যাক হিসেবে দেখা যেতে পারে আনোয়ার আলি এবং হেক্টর ইউস্তে জুটিকে।

অন্যদিকে মোহনবাগানও ধীরে ধীরে ছন্দে ফিরছে। চোট সমস্যাও কমছে সবুজ-মেরুন শিবিরে। ছন্দে ফিরছেন সাহাল আব্দু সামাদ ৷ আলবার্তো রদ্রিগেজ বল পায়ে মাঠে নামলেও ডার্বিতে তাঁর খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। বুধবার অনুশীলনের পর মোলিনা জানান, আলবের্তোর খেলার ব্য়াপারে তিনি আশাবাদী।

ABOUT THE AUTHOR

...view details