পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্রামে ঋদ্ধিমান-মুকেশ! তবু বিহারের বিরুদ্ধে পুরো পয়েন্টেই চোখ বাংলার

মুকেশ কুমারকে বিশ্রামে রেখে কল্যাণীতে নামতে পারে বাংলা দল ৷ তবে আপাত নিরীহ বিহারের বিরুদ্ধে পুরো পয়েন্ট লক্ষ্য অনুষ্টুপদের ৷

RANJI TROPHY
অনুষ্টুপ-সহ বাংলা দলের ক্রিকেটাররা (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Oct 17, 2024, 7:21 PM IST

কলকাতা, 17 অক্টোবর: রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগে বাংলার চিন্তায় চোট-আঘাত। যা কল্যাণী স্টেডিয়ামে অনুষ্টুপ মজুমদারদের শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলে মনে করা হচ্ছে। প্রতিপক্ষ বিহার গ্রুপের দুর্বল দল হিসেবে পরিচিত। তাই চোট-আঘাত সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে পুরো সাত পয়েন্ট তোলাই পাখির চোখ বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ও কোচ লক্ষ্মীরতন শুক্লার।

প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে নাটকীয় পটপরিবর্তনে তিন পয়েন্ট এসেছে বাংলার ঝুলিতে। মুকেশ কুমারের দুরন্ত বোলিং প্রথম রাউন্ডের ম্যাচে তিন পয়েন্ট পেতে সাহায্য করেছিল। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সুদীপ চট্টোপাধ্য়ায়, অভিমুন্য ঈশ্বরণরা। তবু ঘরের মাঠে মরশুমের দ্বিতীয় ম্যাচে গিয়ার বদল করতে চায় বাংলা। তবে একইসঙ্গে দীর্ঘ রঞ্জি মরশুমের কথা চিন্তা করে বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথাও ভাবনায় রয়েছে। উত্তরপ্রদেশ ম্যাচের অন্যতম নায়ক মুকেশ কুমার টানা ঘরোয়া ক্রিকেটে দলীপ ট্রফি, ইরানি ট্রফি খেলে ক্লান্ত। ফলে তাঁকে বিহারের বিরুদ্ধে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে কেরল ম্যাচে তরতাজা ভাবে পাওয়া যায় তাঁকে।

অন্যদিকে অসুস্থতার কারণে ঋদ্ধিমান সাহা বিহার ম্যাচে নেই। মুকেশের পরিবর্তে দলে আসতে পারেন নতুন মুখ মোহনবাগানের তরুণ পেসার রোহিত কুমার। আলোচনায় রয়েছেন ঋষভ বিবেকও। শুক্রবার ম্যাচের দিন এই দু'জনের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে। ময়দানের পরিচিত এবং আলোচিত মুখ অভিলীন ঘোষ সম্ভবত ঋদ্ধিমান সাহার জায়গায় আসতে চলেছেন। এদিকে আইপিএলের চেনা মুখ বীরপ্রতাপ সিং সমৃদ্ধ বিহারও কল্যাণীতে মরিয়া কামড় দিতে চায়।

বুধবার অভিমন্যু, সুদীপ, অনুষ্টুপরা বৃহস্পতিবারও বেশ কিছুক্ষণ নেটে ব্যাটিং করেন। অভিষেক পোড়েলকে কোচ আলাদা করে সময় দিলেন। শাহবাজ আহমেদ বাংলা দলের অন্যতম ভরসার নাম। উত্তরপ্রদেশ ম্যাচেও দলকে ভরসা দিয়েছেন। ঘরের মাঠে প্রতিপক্ষ বিহার ধারে-ভারে পিছিয়ে থাকলেও বাংলা দল প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে নারাজ ৷ প্রথম থেকেই ব্যাটিং-বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরতে চায় তাঁরা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে পরের দিকে আটোসাঁটো বোলিং ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। বিহারের বিরুদ্ধে সেই কাজটাই প্রথম থেকে করতে চাইছে বাংলা।

ABOUT THE AUTHOR

...view details