পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শেষ ম্যাচে আবেগতাড়িত হতে নারাজ মনোজ, অধিনায়কের জন্য বর্ণাঢ্য সংবর্ধনার প্রস্তুতি সিএবি-তে - Cricket

Manoj Tiwari: শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে বাংলা-বিহার রণজি ম্যাচ ৷ এটাই বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির শেষ ম্যাচ ৷ এই ম্যাচ খেলেই তিনি অবসর নিতে চলেছেন ৷ তাই পুরো ইডেন এখন মনোজময় ৷

Manoj Tiwari
Manoj Tiwari

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 2:42 PM IST

শেষ ম্যাচে আবেগতাড়িত হতে নারাজ মনোজ তিওয়ারি৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: 2004 সালে শুরু ৷ তার পর কেটে গিয়েছে 20 বছর ৷ মাঝে একবার অবসরের ঘোষণা করেও সেই সিদ্ধান্ত বাতিল করে আবার মাঠে ফেরেন ৷ সেই মনোজ তিওয়ারি শুক্রবার ইডেনে খেলতে নামছেন বাংলার হয়ে তাঁর শেষ ম্যাচ ৷ স্বাভাবিকভাবেই আবেগতাড়িত বাংলার অধিনায়ক ৷ তবে শেষ ম্যাচ ইডেনে খেলার সুযোগ পাওয়ায় তিনি খুশি ৷ বললেন, ‘‘ইডেনেই শুরু করেছিলাম, ইডেনেই শেষ করতে পেরে ভালো লাগছে ৷’’

অনুশীলনে কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে অধিনায়ক মনোজ তিওয়ারি৷ বৃহস্পতিবার ইডেনে৷

চলতি মরসুমে রণজি ট্রফিতে এটাই বাংলার শেষ ম্যাচ ৷ কারণ, নকআউট পর্বে যাওয়ার আর কোনও সুযোগ নেই । তাই বিহারের বিরুদ্ধে সেই নিয়মরক্ষার ম্যাচে সব আকর্ষণ তৈরি হয়েছে মনোজ তিওয়ারিকে ঘিরে ৷ কারণ, সাম্প্রতিক সময়ে বাংলার সবচেয়ে বড় আকর্ষণীয় চরিত্রের ব্যাট তুলে রাখার মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ কেউ হারাতে চাইছেন না । রবিবার বাংলা-বিহার ম্যাচের তৃতীয় দিনে সিএবি তাঁদের অধিনায়ককে সংবর্ধিত করবে । সেই সংবর্ধনা অনুষ্ঠানে কী স্মারক-উপহার থাকছে, তা সামনে নিয়ে আসা হচ্ছে না । চমকের জন্য আড়াল করা হচ্ছে ।

অনুশীলনে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি৷ বৃহস্পতিবার ইডেনে৷

তবে সিএবি সূত্রে খবর, সোনার ব্যাট দেওয়া হবে মনোজ তিওয়ারিকে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ৷ মনোজের মা ও স্ত্রী উপস্থিত থাকবেন ৷ যদিও বাংলার অধিনায়ক নিজে আগ বাড়িয়ে কাউকে আমন্ত্রণ জানাতে অরাজি । সতীর্থরাও মনোজকে উপহার তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন ।

অনুশীলনে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি৷ বৃহস্পতিবার ইডেনে৷

ক্রিকেট জীবনের শেষ ম্যাচে নামার আগে মনোজ তিওয়ারি কি আবেগতাড়িত ? প্রশ্নটা শুনে হেসে ফেললেন বাংলার দলনেতা । তিনি বলছেন, “আমি তো আবেগপ্রবণ মানুষ । হয়তো শেষদিন আবেগতাড়িত হয়ে পড়ব ।’’ 2004 সালে ইডেনে রণজি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে প্রথম শুরু করেছিলেন । মাঝের কুড়ি বছরে দলের প্রয়োজন বারবার ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । বাংলার হয়ে তাঁর অবদানের কথা জানাতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বললেন, “একটা দীর্ঘ বর্ণময় ক্রিকেট যাত্রাপথের সাক্ষী থাকব আমি । আমার সামনেই শুরু করেছিল । একটা উজ্জ্বল ক্রিকেট কেরিয়ার মনোজের । বাংলার ক্রিকেটের জন্য সাম্প্রতিক সময়ে যাঁদের অবদান প্রথম সারিতে আসবে, তাঁদের মধ্যে মনোজ অন্যতম ৷”

অনুশীলনে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি৷ বৃহস্পতিবার ইডেনে৷

মনোজ অবশ্য শেষ ম্যাচেও ব্যক্তিগত লক্ষ্যের থেকেও দলের জয়কে প্রাধান্য দিচ্ছেন । তাঁর কথায়, ‘‘এই মুহূর্তে কেবলই বিহার ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চাইছি । আমাদের এবারের রণজিটা ভালো যায়নি । দু’টো ম্যাচ আবহাওয়ার জন্য হাতছাড়া হয়েছে । ওগুলো না হলে হয়তো এই অবস্থা হত না । তবে আপাতত শুধুই বিহার ম্যাচটা নিয়ে ভাবতে চাইছি । সাত পয়েন্টের জন্য খেলার পরিকল্পনা থাকছে । টিম মিটিংয়েও সেটা বলেছি ।”

অনুশীলনে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি৷ বৃহস্পতিবার ইডেনে৷

তাছাড়া ভারতীয় দল থেকে মুকেশ কুমারকে ছাড়া হয়েছে এই ম্যাচটি খেলার জন্য । আকাশদীপের বদলে তিনি দলে থাকছেন । মনোজের মতে, মুকেশের মতো ভারতীয় দলে থাকা ক্রিকেটারের যোগদান নিঃসন্দেহে শক্তি বাড়াবে ।

বিহারের বিরুদ্ধে ম্যাচের আগে বাংলার অনুশীলন৷ বৃহস্পতিবার ইডেনে৷

প্রতিপক্ষ বিহার পয়েন্ট টেবিলে সবার নিচে । বিহার ক্রিকেট মানেই বিতর্ক । ইডেনে অবশ্য তাদের একটি দলই খেলতে এসেছে । তবে সব কিছু ছাপিয়ে শুক্রবার থেকে ইডেনে শুরু হতে যাওয়া রণজি ম্যাচ মনোজময় ।

আরও পড়ুন:

  1. ওঁর সাহায্য-সমর্থন সবসময় পেয়েছি, প্রশাসক ডালমিয়ার প্রতি কৃতজ্ঞ সন্দীপ পাতিল
  2. রঞ্জিতে বেকায়দায় বাংলা, আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মনোজ তিওয়ারি
  3. ঘরের মাঠে গো-হারা মনোজরা, ইনিংস হারের লজ্জা নিয়ে বিদায়ের মুখে বাংলা

ABOUT THE AUTHOR

...view details