হায়দরাবাদ, 16 ডিসেম্বর:সঞ্জয় সেনের হাতে পড়ে এ যেন বদলে যাওয়া বাংলা ৷ যোগ্যতা অর্জন পর্বের পর সন্তোষ ট্রফির মূলপর্বেও বাংলার দাদগিরি চলছেই। হায়দরাবাদে প্রথম ম্যাচে জম্মু-কাশ্মীরকে হারিয়ে মূলপর্বের যাত্রা শুরু হয়েছিল 32 বারের খেতাবজয়ীদের ৷ সোমবার দ্বিতীয় ম্যাচে আয়োজক তেলাঙ্গানাকে হারিয়ে দিল সঞ্জয় সেনের ছেলেরা ৷ 3-0 গোলে এদিন জয় তুলে নিল বাংলা ৷ যার মধ্যে জোড়া গোল নরহরি শ্রেষ্ঠার ৷ একটি গোল করলেন রবি হাঁসদা ৷
যা পরিস্থিতি তাতে বাকি তিন ম্যাচের (রাজস্থান, সার্ভিসেস এবং মণিপুর) একটিতে জিতলেই শেষ আটের দরজা খুলে যাবে প্রতিযোগিতার সবচেয়ে সফল দলের। সোমবার ডেকান এরিনায় আয়োজকদের বিরুদ্ধে জয়ের পর 6 পয়েন্ট নিয়ে গ্রুপ-এ'র শীর্ষে বাংলা। ম্যাচের আগে বাংলা কোচ সঞ্জয় সেন জানিয়েছিলেন, দুপুরে খেলা থাকায় গরমের সঙ্গে মানিয়ে নিতে হবে। কিন্তু বাংলার ফুটবলারদের দারুণ বোঝাপড়ায় আবহাওয়ার প্রতিকূলতা কোনও প্রভাবই ফেলতে পারল না। আক্রমণ থেকে রক্ষণ, সব বিভাগেই জমাট বাংলা। পুরো ম্যাচ জুড়ে সংঘবদ্ধ ফুটবল উপহার দিলেন বাংলার ফুটবলাররা ৷