পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তৃতীয় ক্রিকেটার হিসেবে সোর্বাস-কালিসের সঙ্গে এলিট ক্লাবে স্টোকস - BEN STOKES NEW RECORD

Ben Stokes Records in Lord's: বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের মুকুটে আরও একটি পালক জুড়ল বেন স্টোকসের ৷ স্যার গারফিল্ড বা গ্যারি সোবার্স এবং জ্যাক কালিসের সঙ্গে এক আসনে বসে পড়লেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ৷

ETV BHARAT
বেন স্টোকস ৷ (ছবি- ইংল্যান্ড ক্রিকেট এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 7:33 PM IST

লন্ডন, 12 জুলাই: যখনই দলের প্রয়োজন পড়ে, তখন সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন বেন স্টোকস ৷ ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক তথা পেস বোলিং অলরাউন্ডারের মুকুটে এবার জুড়ল আরও একটি পালক ৷ বৃহস্পতিবার লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে এক সারিতে চলে এলেন তিনি ৷ তবে শুধু সোবার্স নন, প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক কালিসকেও ছুঁয়ে ফেললেন তিনি ৷

টেস্ট ক্রিকেটে 6 হাজারের বেশি রান ও 200-র বেশি উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার হলেন বেন স্টোকস ৷ যে কীর্তি এতদিন গ্যারি সোবার্স এবং জ্যাক কালিসের নামেই ছিল ৷ এবার সেই এলিট প্যানেলে নাম লেখালেন ইংরেজ অধিনায়ক ৷ এমনকি স্টোকস ষষ্ঠ অলরাউন্ডার যার, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে 10 হাজারের বেশি রান ও 300’র বেশি উইকেট আছে ৷ তাঁর আগে এই রেকর্ডের মালিক কার্ল হুপার, সনথ জয়সূর্য, জ্যাক কালিস, শাহিদ আফ্রিদি এবং শাকিব আল হাসান ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মুহূর্তে তিন টেস্টের সিরিজ খেলছে ইংল্যান্ড ৷ লর্ডসে প্রথম টেস্ট ইনিংস ও 114 রানে জিতে নিয়েছে ইংল্যান্ড ৷ এই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন জিমি অ্যান্ডারসন ৷ তৃতীয়দিন প্রথম ঘণ্টায় শেষ হয়ে গিয়েছে প্রথম টেস্ট ৷ ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে 121 রান অলআউট করে দেয় ইংল্যান্ড ৷ যেখানে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে 7 উইকেট নেন গুস অ্যাটকিনসন ৷ জবাবে 90 ওভার খেলে 371 রানে অলআউট হয় ইংল্যান্ড ৷ পাঁচ ব্রিটিশ ব্যাটার হাফ সেঞ্চুরি এসেছে ৷

জ্যাক ক্রলি (76), ওলি পোপ (57), জো রুট (68), হ্যারি ব্রুক (50) এবং জেমি স্মিথ (70) ইংল্যান্ডের হয়ে রান করেন ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডন সিল 4 উইকেট নেন ৷ প্রথম ইনিংসে ইংল্যান্ড 250 রানে এগিয়ে ছিল ৷ দ্বিতীয় ইনিংসে 136 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ গুস অ্যাটকিনসন দ্বিতীয় ইনিংসেও 5 উইকেট নিয়েছেন ৷ অভিষেক টেস্টে 12 উইকেট নিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details