পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নীল জার্সি, বাদামি শর্টস; ইউরোর নয়া কিটে টিনটিনকে শ্রদ্ধা জানাবে বেলজিয়াম - Belgium Football Team

Belgium New EURO Kit: টিনটিনের অনুকরণে ইউরোপ সেরা হওয়ায় লড়াইয়ে বেলজিয়াম নামবে নীল জার্সি, বাদামি শর্টস পরে ৷ 110টি ভাষায় অনুবাদ হওয়া টিনটিন বেলজিয়ামকে অন্যান্য দেশের কাছে আরও পরিচিত করেছে ৷ তা মাথায় রেখেই ফুটবল দলের এই প্রয়াস ৷

Belgium New EURO Kit
ইউরোর নয়া কিটে টিনটিনকে শ্রদ্ধা জানাবে বেলজিয়াম

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 1:57 PM IST

ব্রাসেলস, 16 মার্চ: জর্সেস প্রসার রেমি ৷ বেলজিয়ান কমিক শিল্পী হার্জের আসল নামের সঙ্গে বেশিরভাগই পরিচিত না-হলেও বিশ্বজুড়ে সমাদৃত তাঁর সৃষ্টি, টিনটিন ৷ নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনুবাদকালে যাতে আরও খানিক বাঙালিয়ানা মিশিয়ে আমাদের কাছে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে এই অমোঘ সৃষ্টিকে ৷ স্নোয়ির (টিনটিনের কুকুর) কুট্টুস কিংবা থমসন অ্যান্ড থম্পসনের জনসন ও রনসন হয়ে যাওয়ায় বাঙালি পাঠকদের আরও কাছে পৌঁছেছে টিনটিন ৷

বাঙালির বই নিয়ে পাগলামি যদি একটি স্বত্বা হয়, আরেক স্বত্বার সঙ্গে জড়িয়ে ফুটবল ৷ এবার সেই দুই স্বত্বাই জুড়ে গেল ৷ সৌজন্যে, বেলজিয়ামের জাতীয় ফুটবল দল ৷ ইউরোর জন্য জার্সি প্রকাশ করেছে বেলজিয়াম ৷ তাতে শ্রদ্ধা জানানো হয়েছে টিনটিনকে ৷ কিংবদন্তি কমিক চরিত্রের অনুকরণে ইউরোপ সেরা হওয়ায় লড়াইয়ে রোমেলু লুকাকু, জেরেমি দোকুরা নামবেন নীল জার্সি, বাদামি শর্টস পরে ৷ 270 মিলিয়নের বেশি বিক্রিত ও 110টি ভাষায় অনুবাদ হওয়া টিনটিন বেলজিয়ামকে অন্যান্য দেশের কাছে আরও পরিচিত করেছে ৷ তা মাথায় রেখেই ফুটবল দলের এই প্রয়াস ৷

বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের সিইও পিয়েট ভ্যানডেন্ড্রিসচে বলেন, ‘‘আমরা বিশ্বের আইকনকে শ্রদ্ধা জানাতে পেরে রোমাঞ্চিত ৷ টিনটিন আমাদের হৃদয়, মনে বিরাজ করে ৷ অনেক প্রজন্মের বেড়ে ওঠার সঙ্গে সে জড়িয়ে । জার্মানিতে টিনটিন বেলজিয়ামকে দুর্দান্ত পারফরম্যান্স করার অনুপ্রেরণা দেবে ।”

অন্যদিকে, দি ব্রুইনাদের নতুন হোম জার্সিতে লাল রঙের বারগান্ডি শেড রয়েছে ৷ 26 মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অ্যাওয়ে কিটটির আত্মপ্রকাশ হবে ।

আরও পড়ুন:

  1. টাইব্রেকারে হার ইন্টারের, ওবলাকের দস্তানায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে অ্যাটলেটিকো
  2. বছরভর টুর্নামেন্ট, আমূল বদলাচ্ছে দেশের ফুটবল ক্যালেন্ডার
  3. ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে ফের কুয়াদ্রাত

ABOUT THE AUTHOR

...view details