হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: লাল-বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া সফরে ভরাডুবি অতীত ৷ বৃহস্পতিবার থেকে রোহিত শর্মার নেতৃত্বে সাদা-বলের ক্রিকেটে পুনরায় অভিযান শুরু ভারতীয় দলের ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই সিরিজ চলতি মাসেই শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির 'ড্রেস রিহার্সাল' ৷ 2013 সালের পর 'হিটম্যানে'র নেতৃত্বে টুর্নামেন্টে আবারও খেতাব জিততে মরিয়া ভারত ৷ তবে আইসিসি মার্কি ইভেন্টের পর নাকি নেতৃত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা ৷ ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে তেমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে ৷
2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে সন্ধিক্ষণ প্রক্রিয়া (ট্রানজিশন প্রসেস) শুরু হওয়ার পথে ৷ আগামী বিশ্বকাপের (50 ওভার) সময় চল্লিশ ছুঁয়ে ফেলা রোহিত শর্মা দলকে নেতৃত্বদানে কতটা পারদর্শী থাকবেন, তা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ৷ তাই তার আগে একজন স্থায়ী অধিনায়কের খোঁজে বোর্ড ৷ আর সেই কারণেই চ্য়াম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার কাছে ভবিষ্যৎ পরিকল্পনার সিদ্ধান্ত জানতে চাওয়া হবে বোর্ডের তরফে ৷ টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে ৷
বোর্ডের এক সূত্রের তরফে টাইমস অফ ইন্ডিয়া'কে বলা হয়েছে, "চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তীতে ভবিষ্যৎ পরিকল্পনা কী? সে বিষয়ে সিদ্ধান্ত স্থির করতে নির্বাচক এবং বোর্ডের তরফে গত বৈঠকেই রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছিল ৷ আগামী বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের আগে বোর্ডের একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ৷ দলের ট্রানজিশন প্রক্রিয়া যাতে আরও মসৃণ হয় তার জন্য সকলকে একই পাতায় রাখতে চাইছে বোর্ড ৷"