রাজকোট, 18 ফেব্রুয়ারি: রবিবার অর্থাৎ, চলতি টেস্টের চতুর্থদিন দলের সঙ্গে পুনরায় যোগ দিচ্ছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ রাজকোট টেস্টের দ্বিতীয়দিনের খেলা শেষে পারিবারিক সমস্যার কারণে জরুরি ভিত্তিতে অব্য়াহতি নিয়েছিলেন এই ফিঙ্গার স্পিনার ৷ রাজকোটে তৃতীয়দিন দলের সঙ্গে ছিলেন না তিনি ৷ তবে সেই সমস্যা কাটিয়ে চতুর্থদিন অশ্বিন দলের সঙ্গে ফের যোগ দিচ্ছেন বলে জানাল বিসিসিআই ৷
রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে 500 উইকেটের মালিক হয়েছিলেন অশ্বিন ৷ অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এবং বিশ্বের নবম বোলার হিসেবে পাঁচশো টেস্ট উইকেটের নজির গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ নজির গড়ার পরেই দুঃসংবাদ এসে পৌঁছয় দক্ষিণী ক্রিকেটারের কাছে ৷ কারণ হিসেবে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন, মায়ের অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন সাময়িক অব্যাহতি নিয়েছেন ৷
16 ফেব্রুয়ারি রাজকোট টেস্টে যখন দুই ব্রিটিশ ওপেনার বুমরা, সিরাজ, জাদেজা এবং কুলদীপের বিরুদ্ধে একের পর এক বাউন্ডারি মারছেন; ঠিক তখনই অশ্বিনকে আক্রমণে নিয়ে আসেন রোহিত শর্মা ৷ আর দ্বিতীয় ওভারেই বাজিমাত করেন অ্যাশ ৷ তাঁর বলে অফস্টাম্পের বাইরে থেকে স্যুইপ করতে গিয়ে, শর্ট ফাইন লেগে রজত পাতিদারের হাতে ক্যাচ দেন ক্রলি ৷ ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন ছাড়া একমাত্র অনিল কুম্বলের নামে এই রেকর্ড রয়েছে ৷ তিনি 132 টেস্ট ম্যাচ খেলে 29.65 গড়ে 619 উইকেট নিয়েছেন ৷ কেরিয়ার সেরা বোলিং পাকিস্তানের বিরুদ্ধে 74 রান দিয়ে 10 উইকেট ৷
এদিনই অশ্বিন যখন খবরের শিরোনামে, ঠিক সেই সময়ই তাঁকে চেন্নাই ফিরে যেতে হয় ৷ বিসিসিআইয়ের তরফে জানানো হয়, অশ্বিনের মায়ের শরীর ভালো নেই ৷ এই চ্যালেঞ্জিং সময়ে, বিসিসিআই এবং ভারতীয় দল অশ্বিনের পাশে আছে ৷ শুক্রবার রাতের দিকে বিবৃতি দিয়ে বিসিসআই আরও জানায়, এই টেস্টে আর অশ্বিনকে দেখা যাবে না ৷
আরও পড়ুন:
- 500 উইকেটের মাইলস্টোন ছুঁয়ে রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন অশ্বিন
- টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয়
- অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের