মুম্বই, 28 ফেব্রুয়ারি: ভারতীয় ক্রিকেট দলের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই ৷ যে তালিকা থেকে নাম বাদ গেল শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণের ৷ শ্রেয়স এর আগের তালিকায় বি ক্যাটাগরিতে ছিলেন এবং ঈশান সি ক্যাটেগরিতে ৷ কিন্তু, সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে না-খেলা এবং টিম ম্যানেজমেন্টের নির্দেশ না শোনার কারণে, দুই ক্রিকেটারকে নিয়ে বোর্ডের শীর্ষস্তরেও অসন্তোষ ছিল ৷ যা সোমবার সাংবাদিক বৈঠকে নাম না-করেই অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ করেছিলেন ৷ এবার তার প্রভাব দেখা গেল বোর্ডের বার্ষিক চুক্তিতে ৷
অন্যদিকে, বোর্ডের গ্রেড এ প্লাস ক্যাটাগরিতে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরার সঙ্গে নাম জুড়ল বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ৷ হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুল এবং মহম্মদ শামি ক্যাটাগরিতে রইলেন ৷ সঙ্গে শুভমন গিল এবং মহম্মদ সিরাজের নাম সেখানে যোগ হয়েছে ৷ তবে, ঋষভ পন্তের নাম এ থেকে বি ক্যাটাগরিতে গিয়েছে ৷ যেহেতু তিনি একবছরের উপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তাই ৷
বি ক্যাটাগরিতে নাম রয়েছে সূর্য কুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল ৷ সি ক্যাটাগরিতে রয়েছেন একঝাঁক ক্রিকেটার ৷ উল্লেখ্য, যাঁরা ভারতের হয়ে কমপক্ষে 3টি টেস্ট বা 8টি ওয়ান-ডে বা 10টি টি-20 আন্তর্জাতিক খেলেছেন, তাঁরা অটম্যাটিক চয়েস হিসেবে বোর্ডের সেন্ট্রাল কন্ট্র্যাক্টের সি ক্যাটাগরিতে চলে আসবেন ৷ সেক্ষেত্রে সরফরাজ খান এবং ধ্রুব জুরেল ধরমশালার টেস্ট খেললে বোর্ডের সি ক্যাটাগরিতে সামিল হবেন ৷
উল্লেখ্য, ভারতের জাতীয় নির্বাচক কমিটি আকাশ দীপ, বিজয়কুমার বৈশ্যক, উমরান মালিক, যশ দয়াল এবং বিদওয়াত কাভেরাপ্পাকে ফাস্ট বোলিং কন্ট্র্যাক্টে সামিল করার পরামর্শ দিয়েছিল ৷ উল্লেখ্য, বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির নির্দেশিকার শেষে উল্লেখ করা হয়েছে, চুক্তিবদ্ধ প্রত্যেক ক্রিকেটার চোট বাদে যখন জাতীয় দলের বাইরে থাকবে, তখন তাঁদের ঘরোয়া টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক ৷ সেই শর্তেই চুক্তিতে সামিল করা হয়েছে সকলকে ৷
আরও পড়ুন:
- 'রাজনীতির শিকার', বোমা ফাটিয়ে হনুমা জানালেন অন্ধ্রের হয়ে আর খেলবেন না
- লন্ডনে মহম্মদ শামির গোড়ালির সফল অস্ত্রোপচার
- রোহিতদের 'ইংরেজ বধ', শুভমন-ধ্রুবের ব্যাটে রাঁচি টেস্ট জিতে সিরিজ পকেটে ভারতের