হায়দরাবাদ, 23 জানুয়ারি: 'বাজবল' থিওরি, এর সঙ্গে টেস্ট ক্রিকেটকে একেবারেই মেলাতে পারছেন না ভারতীয় পেসার জসপ্রীত বুমরা ৷ ইংল্যান্ডের অতি-আগ্রাসী ক্রিকেট ভারতের মাটিতে কোনও কাজে আসবে না বলে মনে করছেন ভারতের তারকা পেসার ৷ বরং, ইংল্যান্ডের এই ক্রিকেটে প্রচুর উইকেট দেখতে পাচ্ছেন বুমরা ৷ উল্লেখ্য, আগামী পরশু অর্থাৎ, 25 জানুয়ারি থেকে হায়দরাবাদে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ ৷
সিরিজের আগে হায়দরাবাদের শিবির শুরু করেছে ভারতীয় দল ৷ সেখানে 'দ্য গার্ডিয়ান'কে দেওয়া সাক্ষাৎকারে বুমরা জানিয়েছেন, "আমি টেস্ট ক্রিকেটের সঙ্গে 'বাজবল'কে একেবারেই মেলাতে পারছি না ৷ তবে, ওরা বিশ্বকে টেস্ট ক্রিকেট খেলার আরও একটি পথ দেখিয়েছে ৷ যেখানে বিপক্ষের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলে সফলও হয়েছে ইংল্যান্ড ৷" ইংল্যান্ডের এই 'বাজবল' ক্রিকেটের স্বাদ অবশ্য জসপ্রীত বুমরা চেখেছেন ৷ 2022 সালে ইংল্যান্ডে রোহিত শর্মা কোভিডের কারণে ছিটকে যাওয়ায়, বাকি থাকা একমাত্র টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি ৷
তবে, একজন বোলার হিসেবে বমুরা মনে করেন, ইংল্যান্ডের এই অতি-আগ্রাসনের কারণে, বোলাররা সবসময় ম্যাচের মধ্যে থাকবে ৷ তিনি বলেন, "একজন বোলার হিসেবে আমি মনে করি যে, এটা আমাকে সবসময় খেলার মধ্যে রাখবে ৷ যদি ওরা এভাবেই দ্রুত গতিতে খেলে, তাহলে আমাকে দূরে রাখতে পারবে না ৷ আমি অনেক উইকেট পাব ৷ আমি সবসময় এটাই চিন্তা করি যে, পরিস্থিতিকে কাজে লাগিয়ে কীভাবে সুবিধা তুলতে পারি ৷ এর জন্য ওদের ধন্যবাদ ৷ একজন বোলার হিসেবে আমি সবসময় ম্যাচে থাকব ৷"
পেসার হিসেবে টেস্ট দলের নেতৃত্বের ক্ষেত্রে জসপ্রীত বুমরা এই মুহূর্তে আদর্শ হিসেবে মনে করেন প্যাট কামিন্সকে ৷ একটি মাত্র ম্যাচেই তিনি অধিনায়কত্ব করেছিলেন ৷ 2022 সালের সেই ম্যাচে ভারত যদিও হেরেছিল ৷ কিন্তু, একজন পেসার যখন অধিনায়ক হন, সেখানে সবসময় তিনি ম্যাচের সঙ্গে যুক্ত থাকতে পারেন ৷ মাঠে নেওয়া সব সিদ্ধান্তের সঙ্গে তিনি সরাসরিভাবে যুক্ত থাকেন ৷ যা জসপ্রীত বুমরাকে বাড়তি অনুপ্রেরণা দেন বলে জানিয়েছেন ভারতের তারকা পেসার ৷
আরও পড়ুন:
- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড
- রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে অযোধ্যায় কুম্বলে-সাইনা-মিতালি
- নয়া কীর্তি, সচিন-গাভাসকরদের সঙ্গে এলিট ক্লাবে পূজারা