বার্সেলোনা, 13 মার্চ: শেষবার 2019-20 মরশুমে নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বার্সেলোনা ৷ বিগত দু'মরশুমে তো গ্রুপ স্টেজের গন্ডি পেরোতেই ব্যর্থ হয়েছিল কাতালানরা ৷ তবে চার বছর পর ইউরোপ সেরার প্রতিযোগিতায় ফের শেষ আটে পাঁচ বারের চ্যাম্পিয়নরা ৷ চার বছর আগের পুনরাবৃত্তি ঘটিয়ে রাউন্ড অফ 16-য় নাপোলি 'বধ' জাভির ছেলেদের ৷ অ্যাগ্রিগেটে 4-2 ব্যবধানে জিতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পা রাখলেন রবার্ট লেওয়ানদোস্কিরা ৷
প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ 1-1 গোলে ড্র হওয়ার পর এদিন ঘরের মাঠে ফিরতি লেগে বার্সা জিতল 3-1 গোলে ৷ গোল করলেন ফার্মিন লোপেজ, জোয়াও ক্যানসেলো এবং লেওয়ানদোস্কি ৷ যদিও ঘরোয়া লিগে মায়োর্কার বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর জাভির দলের জন্য ম্যাচটা খুব একটা সহজ ছিল না ৷ চোটের কারণে দি জং, পেদ্রি, গাভি, আলেজান্দ্রো বালডে'কে ছাড়াই এই ম্যাচে নামতে হয়েছিল তাঁদের ৷
তবে এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই দলকে এগিয়ে দেন লোপেজ ৷ 15 মিনিটে রাফিনহার ক্রস থেকে 1-0 করেন স্প্যানিয়ার্ড ৷ দু'মিনিট বাদে কাতালানদের হয়ে স্কোরশিটে নাম তোলেন ক্যানসেলো ৷ রাফিনহার প্রয়াস পোস্টে প্রতিহত হলে ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি ৷