পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দেশে ফিরলেন বাংলাদেশের টাইগার রবি, কারণ নিয়ে রহস্য - INDIA vs BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

Bangladeshi Fan Sent Back: বাংলাদেশে ফিরতে হল 'টাইগার রবিকে'। তাঁকে প্রথমে চাকেরি বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে দিল্লি যান রবি। পরে দিল্লি থেকে ঢাকার বিমান ধরেন।

Bangladeshi Fan Sent Back
দেশে ফিরলেন বাংলাদেশের টাইগার রবি, (নিজস্ব চিত্র)

By ETV Bharat Sports Team

Published : Sep 28, 2024, 10:41 PM IST

কানপুর, 28 সেপ্টেম্বর: বাংলাদেশে ফিরতে হল 'টাইগার রবিকে'। কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর দিন রবিউল ইসলাম ওরফে টাইগার রবি অভিযোগ করেন তাঁকে শীরের নীচের দিকের একটি অংশে আঘাত করা হয়েছে। তার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই অভিযোগ প্রকাশ্যে আসার একদিনের মধ্যেই দেশে ফিরতে হল তাঁকে ।

যদিও সরকারিভাবে বলা হয়েছে টাইগার রবি চিকিৎসার জন্য এ দেশে এসেছিলেন । কিন্তু শনিবার তিনি নিজেই বাংলাদেশে ফিরে যাওযার ইচ্ছা প্রকাশ করেন। সেই মতো তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান রাজেশ কুমার শ্রীবাস্তব নামে এক পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, এদিন তাঁকে প্রথমে চাকেরি বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে দিল্লি যান রবি। পরে দিল্লি থেকে ঢাকার বিমান ধরেন রবি। তাঁকে বিমান বন্দরের বাইরে কোথাও যেতে দেওয়া হয়নি ।

সূত্রের খবর, চিকিৎসা করানোর কথা বলে 18সেপ্টেম্বর ভারতে আসেন তিনি। ভিসা চেয়ে আবেদন করার সময় তিনি জানান, হাওড়ার একটি হাসপাতালে চিকিৎসা করাবেন। কিন্তু দেশে আসার পর তাঁকে চেন্নাইয়ের মাঠে দেখতে পাওয়া যায় দেশের হয়ে গলা ফাটাতে। এরপর শুক্রবার কানপুরের স্টেডিয়ামেও তাঁকে দেখা যায়। সংবাদসংস্থা পিটিআইকে শ্রীবাস্তব আরও জানান গ্রিনপার্কে এসে সি ব্লকে চলে যান রবি। সেখানেই ছিলেন বেশ কিছুটা সময়। তাঁর হাতে ছিল বাংলাদেশের পতাকা ।

এ পর্যন্ত সবই ঠিক ছিল । আচমকাই রবির শরীর খারাপ হতে শুরু করে। মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী দেখতে পান রবির শ্বাসকষ্ট হচ্ছে । কিন্তু তাঁর সঙ্গে কথা বলার আগেই তিনি জ্ঞান হারান। মাঠ থেকে সোজা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ বাদে তাঁর জ্ঞান ফেরে। বিকেলের দিকে ছাড়া পান হাসপাতাল থেকে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগে সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, তাঁকে শরীরের নীচের দিকের একটি অংশে আঘাত করা হয়েছিল। তার জেরেই অসুস্থ বোধ করেন । এই দাবি প্রকাশ্যে আসার একদিনের মধ্যেই দেশে ফিরলেন 'টাইগার রবি'।

(তথ্যসূত্র: সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details