রাওয়ালপিন্ডি, 25 অগস্ট: রাওয়ালপিন্ডির বাইশ গজে পঞ্চমদিন ব্যাট করতে নেমে বাংলাদেশ স্পিনারদের ঘূর্ণিতে ফেঁসে গেলেন পাক ব্যাটাররা ৷ মেহিদি হাসান মিরাজ এবং শাকিব আল হাসানের স্পিনের জাদুতে প্রথম টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ৷ লাল বলের ক্রিকেটে প্রথমবার পাক 'বধ' করে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় তুলে নিল টাইগাররা ৷ প্রথম টেস্টে বাংলাদেশ জিতল 10 উইকেটে ৷
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম চারদিন যদি ব্য়াটারদের হয়ে থাকে, পঞ্চমদিন অবশ্যই বাংলাদেশ স্পিনারদের ৷ প্রথম ইনিংসে পাকিস্তানের 448/6 (ডিক্লেয়ার) রানের জবাবে চতুর্থদিন অর্থাৎ, শনিবার বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় 565 রানে ৷ সৌজন্যে মুশফিকুর রহিমের 191 রানের দুরন্ত শতরান ৷ 117 রানে পিছিয়ে থেকে অন্তিমদিন পাকিস্তান চতুর্থদিনের খেলা শেষ করে এক উইকেটে 23 রান তুলে ৷ ম্যাচ যখন নিশ্চিত ড্র'য়ের দিকে এগোচ্ছে তখনই ম্য়াচের শেষদিন জ্বলে উঠলেন বাংলাদেশ স্পিনাররা ৷