ঢাকা, 18 ফেব্রুয়ারি: রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় গুরুতর আঘাত পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ৷ অনুশীলনে তাঁর মাথায় বল লেগেছে ৷ তাঁকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ সেখানে তাঁর স্ক্যান করানো হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ মুস্তাফিজুরের সিটি স্ক্যান করানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই বোঝা যাবে বড় কোনও চোট লেগেছে কিনা ৷
বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন তিনি ৷ এদিন সকালে জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে অনুশীলন করছিলেন ৷ তিনি বল করার পর, নিজের বোলিং মার্কে ফিরছিলেন ৷ সেই সময় আচমকা বল এসে তাঁর মাথায় লাগে ৷ তৎক্ষণা মাথা ধরে বসে পড়েন ৷ মাথায় বলের আঘাত লেগেছে দেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা ছুটে যান ৷ দেখা যায় মাথা ফেটে রক্ত বেরোচ্ছে ৷ দ্রুত প্রাথমিক চিকিৎসার পর, বাংলাদেশ মিডিয়াম পেসারকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুল্যান্সে তোলা হয় ৷ তাঁর মাথা দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল ৷