পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিজামের শহরে গ্র্যান্ড রিসেপশন ! বিয়ের পিঁড়িতে বসছেন পিভি সিন্ধু

স্বামী ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত নন ৷ পসিডেক্স টেকনোলজিসের এক্সিটিউকিভ ডিরেক্টরের সঙ্গে বিয়ে সারবেন অলিম্পিকজয়ী শাটলার ৷

Badminton Star PV Sindhu to get married
বিয়ের পিঁড়িতে বসছেন পিভি সিন্ধু (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 3, 2024, 5:50 PM IST

Updated : Dec 3, 2024, 6:00 PM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশের তারকা শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু । চলতি মাসের 22 তারিখে হায়দরাবাদের পসিডেক্স টেকনোলজিসের এক্সিটিউকিভ ডিরেক্টর ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে চারহাত এক হবে অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকার ৷ তাঁদের বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরে ।

সিন্ধুর বাবা পিভি রমনা বলেন, ‘‘আমাদের দুই পরিবারই একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে । এক মাস আগে সিন্ধু-ভেঙ্কটার বিয়ের তারিখ ঠিক হয় । সিন্ধু জানুয়ারি থেকে একটানা টুর্নামেন্ট খেলবে । ওর ব্যস্ততার কারণে 22 ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান ঠিক করা হয়েছে । আগামী 24 তারিখ হায়দরাবাদে রিসেপশন ৷

কেরিয়ারে খুব একটা ভালো সময় যাচ্ছে না তারকা শাটলারের ৷ গত দু’বছর ধরে আন্তর্জাতিক শিরোনামের জন্য অপেক্ষা করছিলেন সিন্ধু ৷ সোমবার সৈয়দ মোদি আন্তর্জাতিক সুপার 300 টুর্নামেন্ট জিতেছেন তিনি । কেরিয়ারে তৃতীয়বারের মতো সৈয়দ মোদি সুপার 300 শিরোপা জিতলেন তিনি । 2017 এবং 2022 সালেও এই টুর্নামেন্টে জিতেছিলেন সিন্ধু ।

2022 সালের জুলাইয়ে সিঙ্গাপুর ওপেন জেতেন সিন্ধু । এরপরে 2023 সালে স্পেন মাস্টার্স 300 এবং 2024 সালে মালয়েশিয়া মাস্টার্স 500-এর ফাইনালে পৌঁছেছিলেন ৷ যদিও ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া হয় । 2016 রিও অলিম্পিকে রুপো জেতা সিন্ধু 2020 টোকিও অলিম্পিকেও পোডিয়াম ফিনিশ করেছিলেন ৷ জাপানে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি । প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পরপর দু’টি অলিম্পিক পদক জেতার বিরল রেকর্ড গড়া সিন্ধু 2017 সালে, প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ের 2 নম্বরে পৌঁছন ৷ এবার নয়া ইনিংস শুরু করবেন তিনি ৷

আরও পড়ুন

Last Updated : Dec 3, 2024, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details