পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দায়িত্ব নিয়েই বাবরকে ছাঁটাইয়ের পথে নয়া নির্বাচক কমিটি: রিপোর্ট

দায়িত্ব নিয়েই বাবর আজমকে দল থেকে ছেঁটে ফেলছে পিসিবি'র নয়া সিলেকশন কমিটি ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে সম্ভবত নেই প্রাক্তন অধিনায়ক ৷

BABAR AZAM
বাবর আজম (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 13, 2024, 3:40 PM IST

লাহোর, 13 অক্টোবর: গত বছর থেকে টেস্ট-সহ সমস্ত ফর্ম্যাটে বাবর আজমের জঘন্য ফর্ম চলছেই ৷ 2023 থেকে চলতি বছর এখনও পর্যন্ত ন'টি টেস্ট খেলেছেন প্রাক্তন পাক অধিনায়ক ৷ গড় একুশেরও কম ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুলতানের পাটা পিচে যখন রানের ফোয়ারা ছুটিয়েছেন দু'দলের ব্যাটাররা, তখনও ফর্ম হাতড়ে বেরিয়েছেন 31টি আন্তর্জাতিক শতরানের মালিক বাবর ৷ দু'ইনিংসে ডানহাতি ব্যাটারের থেকে আসে যথাক্রমে 30 রান ও 5 রান ৷ 2022 সালের ডিসেম্বর থেকে টেস্ট ক্রিকেটে একটিও অর্ধশতরান না-করা তারকা ব্যাটারকে এবার দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল নতুন নির্বাচক কমিটি ৷

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো'র রিপোর্ট অনুযায়ী ইংল্য়ান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে 15 অক্টোবর শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়তে চলেছেন বাবর ৷ মুলতানে প্রথম টেস্টে লজ্জার হারের পর নয়া নির্বাচক কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ ক্রিকইনফো'র রিপোর্ট মোতাবেক আসাদ শফিক, আজহার আলি, আকিব জাভেদ, প্রাক্তন আইসিসি এলিট প্যানেল আম্পায়ার আলিম দার, হাসান চীমাকে নিয়ে নবগঠিত কমিটি শনিবার এক বৈঠকে বসে ৷

জানা গিয়েছে সেই বৈঠকেই নয়া নির্বাচক কমিটি প্রাক্তন অধিনায়ককে সাময়িক বিরতিতে পাঠানোর কথা ভেবেছে ৷ তবে অধিনায়ক শান মাসুদ বাবরকে দলে রাখার পক্ষেই, তবে রিপোর্টে জানানো হয়েছে কোচ গ্য়ারি কার্স্টেন এবং অধিনায়কের অনুপস্থিতিতেই পুরো সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচক কমিটি ৷ যদিও নির্বাচক কমিটির সেই বৈঠকে হাজির ছিলে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভি ৷

প্রথম টেস্টে হারের পর বাবরের পারফরম্যান্সের দৈন্যদশা সম্পর্কে প্রশ্ন করা হলে অধিনায়ক শান মাসুদ বলেন, "মানসিকভাবে একটা তরতাজা স্কোয়াড তৈরি করতে আমরা বদ্ধপরিকর ৷ আমরা প্রচুর পরিমাণে টেস্ট ক্রিকেট খেলি না ৷ ফলত ব্যাটারদের কাজ খুব একটা সহজ নয় ৷ তাই তোমার সুযোগ পাওয়াটা প্রাপ্য ৷ এ বিষয়ে সন্দেহ নেই বাবর আজম আমাদের দলের সেরা ব্যাটার ৷ আমাদের মাথায় রাখতে হবে ভালো ফর্ম থেকে একটা বড় ইনিংস দূরে সে ৷" এখন দেখার রিপোর্ট সত্যি করে দায়িত্ব নিয়েই নয়া নির্বাচক কমিটি বাবরকে ছেঁটে ফেলার মত কঠিন সিদ্ধান্ত নেয় কি না ৷

ABOUT THE AUTHOR

...view details