লাহোর, 13 অক্টোবর: গত বছর থেকে টেস্ট-সহ সমস্ত ফর্ম্যাটে বাবর আজমের জঘন্য ফর্ম চলছেই ৷ 2023 থেকে চলতি বছর এখনও পর্যন্ত ন'টি টেস্ট খেলেছেন প্রাক্তন পাক অধিনায়ক ৷ গড় একুশেরও কম ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুলতানের পাটা পিচে যখন রানের ফোয়ারা ছুটিয়েছেন দু'দলের ব্যাটাররা, তখনও ফর্ম হাতড়ে বেরিয়েছেন 31টি আন্তর্জাতিক শতরানের মালিক বাবর ৷ দু'ইনিংসে ডানহাতি ব্যাটারের থেকে আসে যথাক্রমে 30 রান ও 5 রান ৷ 2022 সালের ডিসেম্বর থেকে টেস্ট ক্রিকেটে একটিও অর্ধশতরান না-করা তারকা ব্যাটারকে এবার দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল নতুন নির্বাচক কমিটি ৷
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো'র রিপোর্ট অনুযায়ী ইংল্য়ান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে 15 অক্টোবর শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়তে চলেছেন বাবর ৷ মুলতানে প্রথম টেস্টে লজ্জার হারের পর নয়া নির্বাচক কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ ক্রিকইনফো'র রিপোর্ট মোতাবেক আসাদ শফিক, আজহার আলি, আকিব জাভেদ, প্রাক্তন আইসিসি এলিট প্যানেল আম্পায়ার আলিম দার, হাসান চীমাকে নিয়ে নবগঠিত কমিটি শনিবার এক বৈঠকে বসে ৷