পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খোলনলচে বদলের পথে পাক ক্রিকেট দল, বাদ পড়লেন বাবর-সহ একাধিক তারকা

ধারাবাহিক খারাপ ফর্মের জের ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের স্কোয়াড থকে বাদ পড়লেন বাবর আজম ৷ তালিকায় আরও অনেক তারকা ৷

By ETV Bharat Sports Team

Published : 12 hours ago

BABAR AZAM
বাবর আজম (AP Photo)

লাহোর, 13 অক্টোবর: জল্পনায় সিলমোহর দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে বাকি দু'টি টেস্টের দল থেকে বাদ পড়লেন বাবর আজম ৷ শুধু বাবর আজম নয়, নয়া নির্বাচক কমিটির কোপে পড়লেন আরও একাধিক তারকা ৷ তালিকায় রয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ-ও ৷ তবে বাদ নয়, বাবর-নাসিমদের স্কোয়াডে না-রাখার কারণ হিসেবে নয়া নির্বাচক কমিটি জানিয়েছে বিশ্রামে পাঠানো হয়েছে ক্রিকেটারদের ৷

2023 থেকেই ফর্মের ধারেকাছে নেই বাবর আজম ৷ 2022 সালের ডিসেম্বর থেকে প্রাক্তন পাক অধিনায়কের ব্য়াটে কোনও অর্ধশতরান নেই ৷ চলতি ইংল্য়ান্ড সিরিজের প্রথম ম্য়াচেও অবস্থা তথৈবচ তাঁর ৷ এমতাবস্থায় সিরিজের বাকি দুই টেস্টের দলে বাবরকে না-রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে একটি রিপোর্টে জানায় জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ৷ রবিবার বিকেলে দলঘোষণায় দেখা গেল অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সেই রিপোর্ট ৷ ইংরেজদের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের 16 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাবর, শাহিন, নাসিম ও সরফরাজ ৷

এক বিবৃতিতে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক ফর্ম এবং ফিটনেসের কথা বিবেচনা করে 2024-25 মরশুমে আগামী অ্য়াসাইনমেন্টগুলোর আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নির্বাচকেরা বাবর, শাহিন, নাসিম এবং সরফরাজকে বিশ্রামে পাঠানোর কথা ভেবেছে বলে জানানো হয়েছে সেখানে ৷ বিবৃতিতে পাক ক্রিকেট বোর্ড লিখেছে, "ইংল্য়ান্ডের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের দলঘোষণা নির্বাচকদের কাছে ভীষণই চ্য়ালেঞ্জিং ছিল ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে তো বটেই, 2024-25 মরশুমের বাকি সময়টা ভালো ফলাফলের জন্য ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম আমাদের খুঁটিয়ে পর্যালোচনা করতে হয়েছে ৷ সবদিক ভেবে পাকিস্তান দল এবং ক্রিকেটারদের ভালোর কথা মাথায় রেখে আমরা বাবর আজম, নাসিম শাহ সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"

তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে পাক দলে তারুণ্যের জয়গান ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দু'টি টেস্টের জন্য দলে জায়গা করে নিলেন প্রতিশ্রুতিমান স্টাম্পার-ব্য়াটার হাসিবুল্লাহ, মেহরান মুমতাজ ও জোরে বোলার কামরান গুলামের ৷ জায়গা পেয়েছেন মহম্মদ আলি, সাজিদ খান, নমন আলির মত ক্রিকেটাররাও ৷

একনজরে পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহঅধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মহম্মদ আলি, মহম্মদ হুরাইরা, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নমন আলি, সাইম আয়ুব, সাজিদ খান, সলমন আলি আঘা ও জাহিদ মেহমুদ ৷

ABOUT THE AUTHOR

...view details