আসতানা (কাজাখস্তান), 12 অক্টোবর: উমার বিদায়বেলায় যখন বিষণ্ণ বাংলা, দশমীর দুপুরে তখন বঙ্গবাসীর মুখে হাসি ফোটালেন বাংলার দুই কন্যে ৷ সুদূর কাজাখস্তানে এশিয়ান টেবল টেনিস চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ নিশ্চিত করে ইতিহাসে ঐহিকা মুখোপাধ্য়ায় ও সুতীর্থা মুখোপাধ্য়ায় ৷ মেয়েদের ডাবলসে এই প্রথম এশিয়ান চ্য়াম্পিয়নশিপে পদক নিশ্চিত করল ভারত ৷ কোয়ার্টার ফাইনালে এদিন দক্ষিণ কোরিয়ার জুটিকে 3-1 ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন দুই বঙ্গতনয়া ৷
দিনদু'য়েক আগে মহিলাদের দলগত বিভাগের ঐতিহাসিক পদকজয়েরও শরিক ছিলেন দুই মুখোপাধ্যায় প্যাডলার ৷ শনিবার ফের ইতিহাসে নাম লেখালেন তাঁরা ৷ তবে কোরিয়ান জুটির বিরুদ্ধে এদিন প্রথম গেমে পিছিয়ে পড়েন বিশ্বের 15 নম্বর জুটি ৷ প্রথম গেমে নৈহাটির প্য়াডলার জুটি পরাজিত হয় 10-12 ব্যবধানে ৷ তবে প্রথম গেমে হারের পর দু'জনের দুরন্ত প্রত্য়াবর্তনের সামনে আর টিকতে পারেনি কিম নায়েয়ং ও লি ইযুনহায়ে জুটি ৷ টানা তিন গেম নিজেদের নামে করে ম্য়াচ ও পদক নিশ্চিত করে মুখোপাধ্য়ায় প্য়াডলারদ্বয় ৷