কলকাতা, 21 জানুয়ারি: মাথার উপর বিপর্যস্ত বউবাজার ৷ এদিকে ঠিক তার তলায় সুড়ঙ্গ দিয়ে প্রথমবার ট্রায়াল রান হল মেট্রোরেলের ৷ মঙ্গলবার মাথার উপর বিপর্যস্ত বউবাজার এলাকাকে নিয়েই মাটির নীচের সুড়ঙ্গ পথ দিয়ে এঁকেবেঁকে চলল মেট্রো ৷ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আজ মেট্রোর প্রথম মহড়া দৌড় সম্পন্ন হল ৷ স্বপ্ন পূরণের দিকেই এগোচ্ছে কলকাতা মেট্রোরেল ৷
ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের শিয়ালদা ও এসপ্ল্যানেডের মধ্যে 2.63 কিলোমিটার সুড়ঙ্গ পথ ধরে আজ প্রথম মহড়া সম্পন্ন হল ৷ এই অংশের পশ্চিমমুখী সুড়ঙ্গ পথ দিয়ে আজ এই মহড়া সম্পন্ন হয় ৷ কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড-এর (কেএমআরসিএল) চেয়ারম্যান পি উদয় কুমার রেড্ডি-সহ অন্যান্য আধিকারিকরা এই ট্রায়াল রানে উপস্থিত ছিলেন ৷
ট্রায়াল রেক হিসাবে MR 607 ব্যবহার করা হয় ৷ এদিন বেলা 11টা 20 মিনিট নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ে ৷ বেলা 11টা 31 মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছায় ট্রায়াল রেকটি ৷
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই রুটে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে মেট্রো রেলকে ৷ প্রথমবার 2019 সালের 31 অগস্ট হঠাৎ বউবাজারে মেট্রোর নির্মীয়মাণ সুড়ঙ্গের একটি অংশ থেকে জল বেরতে শুরু করে ৷ ওই অংশে ধস নামে ৷ সেই সময় বেশ কিছু বাড়ি ভেঙে পড়ে এবং একাধিক বাড়িতে চওড়া ফাটল ও চির দেখা দেয় ৷ ঘরকে ঘর মানুষ রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়েন ৷
তারপর আবারও 2022 সালে দু'বার এই ধরনের ঘটনা ঘটে ৷ তবে সেই ঘটনাগুলি অনেকটাই ছোট ছিল ৷ এই অংশের কাজ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল মেট্রো রেল আধিকারিকদের ৷ বিদেশি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত পরিবর্তন এবং অত্যাধুনিক মানের যন্ত্র, গ্রাউটিং সামগ্রী ব্যবহার করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয় ৷ শেষে গত বছর নভেম্বর মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গে ট্র্যাকের কাজ শুরু হয় ৷ ঠিক ক্রিসমাসের আগে সেই কাজ শেষ হয় ৷ গত বছর ডিসেম্বর মাসে বউবাজারের বিপত্তিস্থলে ট্রলি পরিদর্শন করেছিলেন মেট্রো রেলের আধিকারিকরা ৷ এরপর এদিন এই অংশে প্রথম মহড়া দৌড় সফলভাবে সম্পন্ন হল ৷