ETV Bharat / state

সালানপুরে পাইপ লাইন পাতার সময় মাটিতে ধস, মৃত 3 - ASANSOL LABOURS DIE

জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইন পাতার কাজ করার সময় আচমকা মাটি ধসে পড়ে মৃত্যু হল তিনজন শ্রমিকের ৷

ETV BHARAT
সালানপুরে পাইপ লাইন পাতার সময় মাটিতে ধসে মৃত 3 শ্রমিক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 4:36 PM IST

আসানসোল, 21 জানুয়ারি: জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইন পাতার কাজ করার সময় আচমকা মাটি ধসে বড়সড় দুর্ঘটনা । এই ঘটনায় তিনজনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলের সালানপুরের ডালমিয়া খনি এলাকায় ।

কাজ করার সময় ওভারবার্ডেন মাটি ধসে যায় । তাতে তিনজন শ্রমিকের মৃত্যু হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রেজ্জাক শেখ (22), রোহিত শেখ (21) ও নিতীশ পাসওয়ান (22)। আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদের প্রথম দু'জন ঝাড়খণ্ডের বাসিন্দা । নিতীশ কুলটি থানা এলাকার বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালমিয়া খনি এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি পাইপলাইন পাতার কাজ চলছিল । সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন, যেখানে ওভারবার্ডেন মাটি জমা করে রাখা হয়েছিল । ঘটনাস্থলে কর্মরত শ্রমিক সিদ্দিকী শেখ জানান, "পাইপ লাইন পাতার কাজ চলছিল । আচমকা মাটি ধসে যায় । আর সেই মাটিতে চাপা পড়ে আমাদের কয়েকজন । তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেছে । এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে ।"

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় । এলাকাবাসীদের বক্তব্য, ঠিকাদারের গাফিলতিতেই এমন কাজ ঘটেছে । যদিও ঘটনার পর সংশ্লিষ্ট দফতরের কাউকেই পাওয়া যায়নি । বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে কর্মরত শ্রমিকদের মধ্যেও । মৃত শ্রমিকের এক আত্মীয় কাঁদতে কাঁদতে জানান, "কাজ করতে করতে কী হয়ে গেল জানি না । তিনজন মাটিতে চাপা পড়ে যায় । কেউ বেঁচে নেই । কী করে কী হয়ে গেল জানি না ৷"

স্থানীয় বাসিন্দা গোরা চন্দ্র জানান, "আমরা খবর পেয়েই পুলিশে খবর দিই । মেশিন নিয়ে আসা হয় । তার আগেই যদিও মাটি খুঁড়ে চারজনকে উদ্ধার করা হয় । শুনছি, সেই চারজনের মধ্যে তিনজন মারা গিয়েছে ।" স্থানীয় বাসিন্দা ফুচু বাউড়ি জানান, "জ্যাক পুশিংয়ের কাজ চলছিল । ওভারবার্ডেন মাটি ধসে যায় । খুব দ্রুত মাটি চাপা পড়া চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । শুনছি, তিনজন মারা গিয়েছে ।"
সালানপুর থানার পুলিশ জানিয়েছে, কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে । মৃতদেহগুলি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার পর থেকেই ঠিকাদার পলাতক । সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কারিগরি দফতরের কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ৷

আসানসোল, 21 জানুয়ারি: জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইন পাতার কাজ করার সময় আচমকা মাটি ধসে বড়সড় দুর্ঘটনা । এই ঘটনায় তিনজনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলের সালানপুরের ডালমিয়া খনি এলাকায় ।

কাজ করার সময় ওভারবার্ডেন মাটি ধসে যায় । তাতে তিনজন শ্রমিকের মৃত্যু হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রেজ্জাক শেখ (22), রোহিত শেখ (21) ও নিতীশ পাসওয়ান (22)। আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদের প্রথম দু'জন ঝাড়খণ্ডের বাসিন্দা । নিতীশ কুলটি থানা এলাকার বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালমিয়া খনি এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি পাইপলাইন পাতার কাজ চলছিল । সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন, যেখানে ওভারবার্ডেন মাটি জমা করে রাখা হয়েছিল । ঘটনাস্থলে কর্মরত শ্রমিক সিদ্দিকী শেখ জানান, "পাইপ লাইন পাতার কাজ চলছিল । আচমকা মাটি ধসে যায় । আর সেই মাটিতে চাপা পড়ে আমাদের কয়েকজন । তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেছে । এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে ।"

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় । এলাকাবাসীদের বক্তব্য, ঠিকাদারের গাফিলতিতেই এমন কাজ ঘটেছে । যদিও ঘটনার পর সংশ্লিষ্ট দফতরের কাউকেই পাওয়া যায়নি । বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে কর্মরত শ্রমিকদের মধ্যেও । মৃত শ্রমিকের এক আত্মীয় কাঁদতে কাঁদতে জানান, "কাজ করতে করতে কী হয়ে গেল জানি না । তিনজন মাটিতে চাপা পড়ে যায় । কেউ বেঁচে নেই । কী করে কী হয়ে গেল জানি না ৷"

স্থানীয় বাসিন্দা গোরা চন্দ্র জানান, "আমরা খবর পেয়েই পুলিশে খবর দিই । মেশিন নিয়ে আসা হয় । তার আগেই যদিও মাটি খুঁড়ে চারজনকে উদ্ধার করা হয় । শুনছি, সেই চারজনের মধ্যে তিনজন মারা গিয়েছে ।" স্থানীয় বাসিন্দা ফুচু বাউড়ি জানান, "জ্যাক পুশিংয়ের কাজ চলছিল । ওভারবার্ডেন মাটি ধসে যায় । খুব দ্রুত মাটি চাপা পড়া চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । শুনছি, তিনজন মারা গিয়েছে ।"
সালানপুর থানার পুলিশ জানিয়েছে, কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে । মৃতদেহগুলি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার পর থেকেই ঠিকাদার পলাতক । সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কারিগরি দফতরের কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.