পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপে প্রথমবার 200 পার করে ইংরেজ 'বধ' অস্ট্রেলিয়ার - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: ইংল্যান্ডকে শনিবার 36 রানে হারিয়ে চলতি টি-20 বিশ্বকাপে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া ৷ গ্রুপ-বি থেকে পরপর দু’ম্যাচ জিতে সুপার এইটের রাস্তা প্রায় পাকা করে ফেলল ক্যাঙারুরা ৷ ম্যাচের সেরা হয়েছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৷

ETV BHARAT
ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেডের ৷ (ছবি- আইএএনএস)

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 6:19 PM IST

ব্রিজটাউন (বার্বাডোজ), 9 জুন: টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দু’শো বা তার বেশি রানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া ৷ সেই সঙ্গে দলগতভাবে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানও করল তারা ৷ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে 7 উইকেট হারিয়ে 201 রান তোলে মিচেল মার্শের দল ৷ যা এক অনন্য নজিরও বটে ৷ পরবর্তীতে ম্যাচটি অজিরা 36 রানে জিতে নেয় ৷ এই মুহূর্তে 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ বি'তে এক নম্বরে রয়েছে 2020 চ্যাম্পিয়নরা ৷

দুই বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার (39) এবং ট্রাভিস হেড (34) প্রথম উইকেটে 70 রানের ঝোড়ো পার্টনারশিপ তৈরি করেন ৷ মূলত, দুই ওপেনারের সৌজন্যে চলতি টুর্নামেন্টেও প্রথমবার দু’শো বা তার বেশি রান উঠল কোনও ম্যাচে ৷ উল্লেখ্য, এর আগে 2010 সালে ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ 197 রান করেছিল অজি ব্রিগেড ৷ সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসেই বিশ্বকাপে নিজেদের পুরনো সর্বোচ্চ রানের গণ্ডি পেরলো ক্যাঙারুরা ৷ শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়া পাওয়ার-প্লে'তে টি-20 বিশ্বকাপে পঞ্চম সর্বাধিক রান তোলে ৷

ওয়ার্নার এবং হেডের ইনিংসের দৌলতে পাওয়ার-প্লে’র 6 ওভারে অস্ট্রেলিয়া 2 উইকেট হারিয়ে 74 রান তোলে ৷ এরপর অধিনায়ক মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার ইনিংসকে টানেন ৷ কিন্তু, আইপিএলের অফ-ফর্ম এখনও জারি রয়েছে ম্যাক্সওয়েলের (25 বলে 28 রান) ৷ যদিও, প্রথম ছয় ওভারের ফিল্ডিংয়ের বিধিনিষেধ উঠে যেতেই রানের গতি কমে আসে 50 ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ৷ শেষের দিকে মার্কাস স্টইনিস এবং টিম ডেভিডের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভর করে কোনও মতে দু’শো রানের গণ্ডি পেরোয় অস্ট্রেলিয়া ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

যদিও, রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ব্রিটিশ ওপেনার ফিল সল্ট (37) এবং জস বাটলার (42) ৷ প্রথম উইকেটে 7 ওভারে 73 রানের পার্টনারশিপ করেন তাঁরা ৷ কিন্তু, ওপেনাররা ফিরতেই অস্ট্রেলিয়ার মতোই থ্রি-লায়ন্সের রানের গতিতেও রাশ পড়ে ৷ নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে 20 ওভার শেষে 6 উইকেটে মাত্র 165 রান তোলে ইংল্যান্ড ৷ এদিনের হারের পর ইংল্যান্ডের সুপার এইটের রাস্তা বেশ কঠিন হয়ে গেল বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details