ডাবলিন, 23 মে: পৃথিবীতে কোনওকিছুই চিরস্থায়ী নয়, সবকিছুরই একটা শেষ রয়েছে ৷ হারতে ভুলে যাওয়া বায়ার লেভারকুসেনকে বাস্তবের রুক্ষ মাটিতে নামিয়ে ইউরোপা লিগ জিতল আটালান্টা ৷ আডিমোলা লুকম্যানের হ্যাটট্রিকে 51 ম্যাচ, 361 দিন পর কোনও প্রতিযোগিতার হারের স্বাদ পেল জাবি আলোনসোর ছেলেরা ৷ অপরাজিত থেকে সদ্য প্রথম বুন্দেসলিগা জয়ী লেভারকুসেনকে ইতালির ক্লাবটি হারাল 3-0 গোলে ৷ জার্মানির ক্লাবটির অজেয় দৌড় থামিয়ে 61 বছর পর কোনও ট্রফি জিতল আটালান্টা ৷
বুধবার সন্ধেয় লেভারকুসেনের হাসি কাড়ল যাঁর পা, সেই লুকম্যান-ও এদিন নজির গড়লেন হ্যাটট্রিক করে ৷ 1975 জুপ হেইঙ্কেসের পর প্রথম ফুটবলার হিসেবে ইউরোপা লিগের (পূর্বতন উয়েফা কাপ) ফাইনালে হ্যাটট্রিক করলেন তিনি ৷ যার শুরুটা এদিন হয় ম্যাচের 12 মিনিটে ৷ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির ছেলেদের আগ্রাসী ফুটবলে এদিন একাধিক ভুল করে বসে লেভারকুসেন রক্ষণ ৷ তারই ফলশ্রুতি প্রথম দু'টি গোল ৷ 26 মিনিটে দলকে 2-0 এগিয়ে দেন নাইজিরিয়া জাতীয় দলের স্ট্রাইকার লুকম্যান ৷
আরও পড়ুন: আগামী মরশুমই হয়তো শেষ, ইতিহাস গড়ে জানিয়ে দিলেন পেপ