পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভাইজ্যাগে নজির গড়ে রাজকোটে মাইলস্টোনের অপেক্ষায় অশ্বিন - 500 টেস্ট উইকেট

Ravichandran Ashwin: 500 উইকেটের মাইলস্টোন ছুঁতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে 499 উইকেটে থামলেন অ্যাশ ৷ আরও একটি উইকেটের অপেক্ষায় এবার গন্তব্য রাজকোট ৷ তবে ভাইজ্যাগ টেস্টে অনন্য নজির গড়েন অশ্বিন ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 5:13 PM IST

বিশাখাপত্তনম, 5 ফেব্রুয়ারি: অনিল কুম্বলে তাঁর আদর্শ ৷ সেই আদর্শের পথে চলেই পাঁচশো উইকেটের দোরগোড়ায় চলেও এসেছিলেন আজ ৷ কিন্তু, সেই চৌকাঠ পেরনো হল না রবিচন্দ্রন অশ্বিনের ৷ এর জন্য তাঁকে আরও এক ম্যাচ অপেক্ষা করতে হবে ৷ শুধু একটা ম্যাচ নয়, মাঝে 10টা দিনের অপেক্ষা ৷ আর সেই অপেক্ষার অবসান ঘটাতে অশ্বিনের গন্তব্য রাজকোট ৷ সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলবে ভারত ৷ 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজকোট টেস্ট ৷ সেখানেই অশ্বিন বহুকাঙ্খিত পাঁচশো উইকেটের মাইলস্টোন ছোঁয়ার স্বপ্নপূরণ করতে পারবেন ৷

ভাইজ্যাগ টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের প্রথম উইকেটটি নিয়েছিলেন অশ্বিন ৷ ভয়ংকর দেখা বেন ডাকেটকে তৃতীয় দিনের শেষ ঘণ্টাতেই ফিরিয়ে দেন অশ্বিন ৷ এমনকি চতুর্থদিনের প্রথম সেশনেও ওলি পোপ এবং জো রুটকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনিই ৷ প্রথম ইনিংসে একটিও উইকেট না পাওয়ার আক্ষেপ হয়তো, দ্বিতীয় ইনিংসে পাঁচশো উইকেটের মাইলস্টোন পূরণ করে মেটাবেন ৷ এমনটাই ভাবা হয়েছিল ৷ কিন্তু, কোথায় কি ! আজ দ্বিতীয় সেশনে চেষ্টা করেও একটি উইকেট তুলতে পারলেন না ৷ যদিও এর মাঝেই এক অনন্য নজির গড়ে ফেলেছেন অশ্বিন ৷

দ্বিতীয় ইনিংসে তিন ইংরেজ ব্যাটারকে শিকার করে এদিন কিংবদন্তি লেগ-স্পিনার ভগবৎ চন্দ্রশেখরকে টপকে যান অশ্বিন ৷ এতিদন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক ছিলেন চন্দ্রশেখর ৷ 23টি টেস্টে 95টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ কিন্তু এদিন ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট উইকেটের মালিক হলেন অ্যাশ ৷

সুযোগ যে আসেনি তা নয় ৷ একাধিক হাফ-চান্সের কারণে বেঁচে যান প্রতিপক্ষ ব্যাটার ৷ এমনকি একবার আম্পায়ার ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলিকে আউট দিয়েও দিয়েছিলেন ৷ কিন্তু, বিধিবাম ! রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত বদলান ব্যাটার ৷ আরেকবার রোহিত শর্মা আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন ৷ কিন্তু, সেখানেও ব্যর্থতাই হাতে আসে ৷ দিনের শেষে 3 উইকেট নিয়েই খুশি থাকতে হল অ্যাশকে ৷ পাঁচশো নম্বর টেস্ট উইকেটের জন্য তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷

এই টেস্টে ভারতের জয়ে পেসার জসপ্রীত বুমরা বড় ভূমিকা পালন করেছেন ৷ প্রথম ইনিংসে 6 ও দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভেঙে তিন উইকেট নিয়েছেন ৷ ম্যাচে মোট 9 উইকেট নিয়ে সেরাও হয়েছেন তিনি ৷ তাই রাজকোটে কেমন উইকেট পাবে ভারতীয় দল, সেটাই দেখার ৷ কারণ, ইংল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে একেবারেই সুবিধা করে উঠতে পারছেন না রোহিত, শুভমন, শ্রেয়সরা ৷ যদিও, শুভমন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ৷ আর যশস্বীকে বাদ দিলে, বাকি কারও পারফর্ম্যান্স পাতে দেওয়ার মতো নয় ৷ ফলে রবিচন্দ্রন অশ্বিনের পাঁচশো নম্বর টেস্ট উইকেটের পাশাপাশি, রাজকোটের পিচের দিকেও এবার নজর থাকবে ৷

আরও পড়ুন:

  1. ভাইজ্যাগে বদলা ! ইংরেজদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া
  2. ফাইনাল নিউ জার্সিতে, কবে শুরু 2026 বিশ্বকাপ; জানাল ফিফা
  3. প্রথম সেশনে অশ্বিনের 'দাদাগিরি', ভাইজ্যাগ টেস্ট জয় থেকে 4 উইকেট দূরে ভারত

ABOUT THE AUTHOR

...view details