কলকাতা, 22 জানুয়ারি: অনুশীলনে পুরোদমে ঘাম ঝরিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন পিছিয়ে গেল মহম্মদ শামির ৷ স্বভাবতই শামি না-থাকায় ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে খানিকটা মোহভঙ্গ হল ইডেনের ৷ তবে ক্রিকেটের নন্দনকাননে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্য়াচে নজিরে নাম লিখিয়ে ফেললেন আর্শদীপ সিং ৷ ম্য়াচের শুরুতেই এদিন জোড়া উইকেট তুলে নিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকেটশিকারি হয়ে গেলেন বাঁ-হাতি পেসার ৷
টস জিতে ইংল্যান্ডকে এদিন প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ 'থ্রি-লায়ন্সে'র হয়ে এদিন ওপেনে নামেন ফিল সল্ট এবং বেন ডাকেট ৷ গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার দরুণ ইডেনের সঙ্গে সখ্যতা রয়েছে সল্টের ৷ কিন্তু এদিন ম্য়াচের প্রথম ওভারেই আর্শদীপের ডেলিভারিতে ঠকে যান ইংরেজ ওপেনার ৷ ভারতীয় পেসারের গুড লেংথ ডেলিভারি সল্টের ব্য়াটের কিনারায় লেগে অনেক উপরে ওঠে ৷ ক্য়াচ তালুবন্দি করেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ৷