পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আন্তর্জাতিক গল্ফ ফেডারেশনে রাজনীতি, অনির্বাণের অলিম্পিক যাত্রা নিয়ে সন্দিহান অর্জুন - Arjun Atwal on IGF

Arjun Atwal on IGF: অনির্বান লাহিড়ীর প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জন করা নিয়ে সংশয় প্রকাশ করলেন অর্জুন অটওয়াল ৷ আর এর জন্য আন্তর্জাতিক গল্ফ ফেডারেশনে রাজনীতিকে দায়ী করেছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 2:00 PM IST

অনির্বাণের অলিম্পিক যাত্রা নিয়ে সন্দিহান অর্জুন

কলকাতা, 20 মার্চ: আসন্ন প্যারিস অলিম্পিকে ভারতীয় গল্ফার অনির্বাণ লাহিড়ীর যোগ্যতা অর্জন নিয়ে সন্দিহান অর্জুন অটওয়াল ৷ আর এর কারণ হিসেবে তিনি মনে করেন, আন্তর্জাতিক গল্ফ ফেডারেশনের রাজনীতি ৷ যে রাজনীতি বেশি করে হচ্ছে গল্ফারদেক ব়্যাংকিংয়ে ৷ ভারতীয় গল্ফের অন্যতম বড় নাম অর্জুন এই মুহূর্তে কলকাতায় ৷ 25 বছর পর ফের কলকাতায় আর্ন্তজাতিক গল্ফ টুর্নামেন্ট কলকাতা চ্যালেঞ্জ কাপ শুরু হতে চলেছে ৷ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবেন 150 জন গল্ফার ৷ এসএসপি চৌরাসিয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ৷

কলকাতায় টুর্নামেন্ট খেলতে এসে অর্জুন বললেন, গল্ফের বিশ্ব ব়্যাংকিং নির্ধারনের ক্ষেত্রে যে রাজনীতি চলে, তা বন্ধ হওয়া প্রয়োজন ৷ আর এ প্রসঙ্গে ভারতের তিননম্বর গল্ফার অনির্বাণ লাহিড়ীরর অলিম্পিকসে যোগ্যতা অর্জনের বিষয়টি উঠে আসে ৷ বর্তমানে এলআইভি গল্ফ লিগে খেলেন অনির্বাণ ৷ সেখান থেকে অর্জিত পয়েন্টকে মান্যতা দেয় না আন্তর্জাতিক গল্ফ ফেডারেশন ৷ ফলে অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে হলে বিশ্ব ব়্যাংকিংয়ে প্রথম ষাটে প্রবেশ করার সুযোগ অনির্বাণ পাচ্ছেন না ৷

অর্জুন অটওয়াল বলছেন, "এলআইভি গল্ফ লিগে অনির্বাণ ভালো খেলছেন ৷ কিন্তু, তিনি বিশ্ব ব়্যাংকিংয়ে উপরের দিকে জায়গা পাওয়ার জন্য প্রয়োজনীয় পয়েন্ট পাবেন না ৷ ফলে তাঁর পক্ষে অলিম্পিকসের টিকিট জোগাড় করা কঠিন হবে ৷" অলিম্পিকের যোগ্যতা অর্জন এবং বিশ্ব ব়্যাংকিংয়ে স্থান পাওয়া নিয়ে বিতর্ক রয়েছে ৷ যার মধ্যে অর্জুন অটওয়াল ঢুকতে রাজি নন ৷ বিতর্ক থেকে সরে থাকতে চান ৷ অনির্বাণ লাহিড়ী ইতিমধ্যে দু’বার অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷

36 বছর বয়সী অনির্বাণ এই মুহূর্তে ভারতীয় গল্ফারদের মধ্যে তিন নম্বরে। তাঁর আগে রয়েছেন শুভঙ্কর শর্মা (বিশ্ব ব়্যাংকিংয়ে 202), গগনজিৎ ভুল্লার (বিশ্ব ব়্যাংকিংয়ে 240) ৷ বিশ্ব বিশ্ব ব়্যাংকিং ঘিরে যে রাজনীতি রয়েছে, তার বিরোধী অর্জুন ৷ বদলে সকলে মিলে একযোগে এই সমস্যার সমাধান চান তিনি ৷ তবে, আসন্ন প্যারিস অলিম্পিকসে ভারতীয় গল্ফাররা সফল হবেন বলে মনে করেন অর্জুন অটওয়াল ৷ বিশেষ করে অদিতি অশোককে নিয়ে আশাবাদী তিনি ৷ চারবছর আগে ছোট ভুলে পদক হাতছাড়া হয়েছিল অদিতির ৷ নিশ্চিত রূপো পাওয়ার অবস্থান থেকে চার নম্বরে ছিটকে গিয়েছিলেন ৷

তিনি বলেন, "আমি অদিতির খেলা দেখেছি ৷ একবার দেখা হয়েছিল ৷ একেবারে সোজা বল মারে ৷ চারবছর আগে টোকিয়ো অলিম্পিকসে চতুর্থ হওয়া নিশ্চিতভাবে অদিতিকে উজ্জীবিত করবে ৷ দীক্ষা দাগারের খেলা আমার ভালো লেগেছে ৷ সাহসী মেয়ে ৷ আমার মনে হয় এই দুই ভারতীয় মহিলা গল্ফারের হাত ধরে অলিম্পিকসে পদক আসতে পারে ৷"

ছেলেদের মধ্যে গগনজিৎ ভুল্লার এবং শুভঙ্কর শর্মার খেলাও অর্জুনকে চমকে দিয়েছে ৷ এগারোটি এশিয়ান ট্যুর খেতাব রয়েছে গগনজিতের মুকুটে ৷ শুভঙ্কর শর্মাও একই রকম সফল হয়েছেন সাম্প্রতিক সময়ে ৷ এই দু’জনের পারফরম্যান্স অর্জুন অটওয়ালকে পদক জয়ের ব্যাপারে স্বপ্ন দেখাচ্ছে ৷ গল্ফ খেলা শুধুমাত্র নৈপুণ্য নির্ভর নয় ৷ বিষয়টি মানসিক স্থিরতার ৷ কলকাতা চ্যালেঞ্জ প্রতিযোগিতার মঞ্চে বসে এসএসপি চৌরাসিয়া জানান, গল্ফারদের মানসিক ধৈর্য প্রয়োজন ৷ সেই জন্য তিনি যোগ অভ্যাস করেন ৷ তাঁর পরামর্শ, মনসংযোগের জন্য যোগ অভ্যাস করা প্রয়োজনীয়তা জরুরি যেকোনও গল্ফারের ৷ নিজের অভিজ্ঞতা থেকে অলিম্পিয়ান চৌরাসিয়া জানান, অলিম্পকস পর্যায়ে মানসিক একাগ্রতা একচুল নড়ে গেলে, পদক হাতছাড়া হওয়ার ঝুঁকি থেকে যায় ৷

আরও পড়ুন:

  1. আইপিএল টিভি কমেন্ট্রিতে ফিরছেন 'দ্য ওয়ান-লাইনার ম্যান'
  2. ধোনির পরিণত মস্তিষ্ক-কর্মক্ষমতাকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা মাইক হাসির
  3. নিয়ম ভেঙে মহিলা হস্টেলে প্রবেশ, অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার বাংলার শিউলি

ABOUT THE AUTHOR

...view details