নয়াদিল্লি, 22 অগস্ট: টেবিল টেনিসে ভবিষ্যৎ নেই ৷ লস অ্যাঞ্জেলসে আগামী অলিম্পিক্সেও নেই পদক জয়ের সম্ভাবনা ৷ সবদিক বিচার-বিবেচনা করে টেবিল টেনিস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অলিম্পিয়ান অর্চনা কামাথ ৷ সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে দেশের মহিলা টেবল টেনিস দলের সদস্য ছিলেন যিনি ৷ 24 বছর বয়সি প্যাডলার তাঁর কোচকে জানিয়েছেন, টিটি ছেড়ে উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে চান তিনি ৷ সৃজা আকুলা, মণিকা বাত্রার সঙ্গে ভারতীয় মহিলা দলের সদস্য হিসেবে অলিম্পিক্স কোয়ার্টারে পৌঁছে নজির গড়েছিলেন অর্চনা ৷
হতাশা থেকে সিদ্ধান্ত: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'কে অর্চনা কামাথের কোচ অংশুল গর্গ জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্যাডলার তাঁর সঙ্গে কথা বলেন ৷ সেখানে অর্চনা কোচকে প্রশ্ন করেন যে, আগামী লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে তাঁর পদক জয়ের সম্ভাবনা কতটা? উত্তরে কোচ বলেন, "আমি তাঁকে জানাই এটা খুবই কঠিন ৷ কারণ ও টপ একশোর মধ্যেও নেই ৷ যদিও শেষ কয়েকমাসে ও প্রভূত উন্নতি করেছে ৷ তবে আমার ধারণা একবার যখন ও মনস্থির করে নিয়েছে, সেটা বদলানো ভীষণ কঠিন ৷"