নয়াদিল্লি, 29 অগস্ট: অঙ্গভঙ্গি হুবহু, গলার স্বরও অবিকল বিরাট কোহলির মত ৷ কিন্তু সত্যিকারের বিরাট কোহলি তিনি নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ এক সাক্ষাৎকারে একনাগাড়ে নিজের নামে স্তুতি গেয়ে চলেছেন ৷ শুধু তাই নয়, শুভমন গিলের সঙ্গে তাঁর তুলনায় বিরক্ত সেই কোহলি বলছেন, "গিল প্রতিভাবান কিন্তু ক্রিকেটে বিরাট কোহলি একজনই ৷" সম্প্রতি বিরাটের সেই ডিপফেক ভিডিয়োয় উত্তাল নেটপাড়া ৷
এআই'য়ের সহযোগিতায় ইন্টারনেটে ভাইরাল হওয়া ডিপফেক ভিডিয়োয় বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে অনেক কথাই ৷ ভারতীয় ক্রিকেটার সেখানে বলছেন, "অস্ট্রেলিয়া থেকে ফিরে আমি সাফল্যের পিছনে রসায়নটা খুঁজে বের করেছিলাম ৷ আমি গিলকে খুব কাছ থেকে দেখেছি ৷ নিঃসন্দেহে ও প্রতিভাবান ৷ কিন্তু প্রতিশ্রুতি এবং কিংবদন্তি হওয়ার মধ্যে যোজন ফারাক রয়েছে ৷ গিলের টেকনিক দুর্দান্ত কিন্তু আমাদের থেকে আগে যেতে পারেনি এখনও ৷"