কলকাতা, 30 জানুয়ারি: মিনি ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে নাটক অব্যাহত মহামেডান স্পোর্টিংয়ে। তিনমাসের বেতন বকেয়া থাকার কারণে বুধবার রেড রোডের ধারে শতাব্দীপ্রাচীন ক্লাবের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন আন্দ্রে চের্নিশভ ৷ কিন্তু চব্বিশ ঘণ্টা কাটতে না-কাটতেই সিদ্ধান্ত বদল রুশ কোচের ৷ বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, কোচ থাকছেন চের্নিশভ-ই ৷ সবমিলিয়ে সাদা-কালো শিবিরে ডামাডোল জারি ৷
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে বড় ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগে অর্থাৎ, বুধবার আন্দ্রে চের্নিশভ মহামেডান কোচের পদে ইস্তফা দেন ৷ তাঁর বিদায়ের খবর আসতেই নড়চড়ে বসে দলের দুই লগ্নিকারী সংস্থা। বুধবার রাতেই চের্নিশভের সঙ্গে বৈঠকে বসেন লগ্নিকারী সংস্থার দুই কর্তা ৷ ক্লাবের তরফে ছিলেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। কোচকে ধরে রাখার চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণের বৈঠকে আশ্বাস পূরণের কথা বলা হয়। ফলশ্রুতিতে বরফ গলে। সিদ্ধান্ত বদলে চের্নিশভ ফিরিয়ে নেন পদত্যাগপত্র।