পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মহামেডানে 'নাটক' চলছেই, লগ্নিকারীদের আশ্বাসে পদত্য়াগের সিদ্ধান্ত ফেরালেন চের্নিশভ - MOHAMMEDAN SPORTING CLUB

পদত্যাগের চব্বিশ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত ফেরালেন আন্দ্রে চের্নিশভ ৷ তবে শর্ত রাখলেন মহামেডান কোচ ৷ কী সেই শর্ত ?

ANDREY CHERNYSHOV
আন্দ্রে চের্নিশভ (ISL MEDIA)

By ETV Bharat Sports Team

Published : Jan 30, 2025, 5:15 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: মিনি ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে নাটক অব্যাহত মহামেডান স্পোর্টিংয়ে। তিনমাসের বেতন বকেয়া থাকার কারণে বুধবার রেড রোডের ধারে শতাব্দীপ্রাচীন ক্লাবের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন আন্দ্রে চের্নিশভ ৷ কিন্তু চব্বিশ ঘণ্টা কাটতে না-কাটতেই সিদ্ধান্ত বদল রুশ কোচের ৷ বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, কোচ থাকছেন চের্নিশভ-ই ৷ সবমিলিয়ে সাদা-কালো শিবিরে ডামাডোল জারি ৷

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে বড় ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগে অর্থাৎ, বুধবার আন্দ্রে চের্নিশভ মহামেডান কোচের পদে ইস্তফা দেন ৷ তাঁর বিদায়ের খবর আসতেই নড়চড়ে বসে দলের দুই লগ্নিকারী সংস্থা। বুধবার রাতেই চের্নিশভের সঙ্গে বৈঠকে বসেন লগ্নিকারী সংস্থার দুই কর্তা ৷ ক্লাবের তরফে ছিলেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। কোচকে ধরে রাখার চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণের বৈঠকে আশ্বাস পূরণের কথা বলা হয়। ফলশ্রুতিতে বরফ গলে। সিদ্ধান্ত বদলে চের্নিশভ ফিরিয়ে নেন পদত্যাগপত্র।

যদিও শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ডাগ-আউটে থাকছেন না চের্নিশভ। কারণ, তিনি ছুটিতে যাচ্ছেন । ফলে আগামী দু'টো ম্যাচে তিনি থাকতে পারবেন না ৷ ছুটি কাটিয়ে এসে ফের তিনি দায়িত্ব নেবেন বলে কথা দিয়েছেন বৈঠকে। উল্লেখ্য, গত তিন মাস ধরে বেতন না-পেয়ে চের্নিশভ সম্প্রতি ফিফার দ্বারস্থ হন। এরপর ফিফা থেকে সাদা-কালো শিবিরকে একপক্ষকালের সময় বেঁধে দেওয়া হয় বেতন পরিশোধের জন্য। কিন্তু সেই সময়েও বেতন পরিশোধ করেনি মহামেডান।

তারপরেই চের্নিশভ সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সোশাল মিডিয়া পোস্টে চের্নিশভ জানান, তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং পুরো দোষ তিনি মহামেডান ক্লাবকর্তাদের উপরেই ঠেলে দেন। পাশাপাশি এও জানান, তিনমাস বেতন না-পেয়ে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে চব্বিশ ঘণ্টারও কম সময়ে বদলে গেল সিদ্ধান্ত। সাদা-কালোর কোচ থেকে গেলেন আন্দ্রে চের্নিশভ ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details