কলকাতা, 29 মার্চ: চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে বিদেশি ক্রিকেটারদের প্রতি 'মিলিট্যান্ট' অর্থাৎ, জঙ্গিদের মতো আচরণের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন নাইট ক্রিকেটার ডেভিড উইজে ৷ তবে, নাইট কোচের বিরুদ্ধে উইজের সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করলেন আন্দ্রে রাসেল ৷ জানালেন, পেশাদার ক্রিকেটারকে কোচের দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বললেন তিনি ৷ এমনকি নাইটরা পণ্ডিত স্যারের অধীনে সফল বলেও মনে করেন তিনি ৷
শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে ডেভিজ উইজের মন্তব্যে প্রশ্ন তৈরি হয়েছে নাইট শিবিরের পরিবেশ নিয়ে ৷ কিন্তু, বৃহস্পতিবার সন্ধেয় উইজের সেই দাবিকে খারিজ করে বিতর্কের সমাপ্তি ঘটানোর চেষ্টা করলেন কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার রাসেল ৷ তিনি বলেন, "আমরা গত একবছর ধরে ওনার সঙ্গে কাজ করছি ৷ আমি মনে করি যখন কোনও কোচের অধীনে প্রথমবার কেউ কাজ করেন, তাঁর দর্শনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয় ৷ তার সঙ্গে মানিয়ে নিতে হয় ৷ একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিয়মটা মানতেই হয় ৷ দোষারোপ করার জায়গা নেই ৷"
পাশাপাশি, পণ্ডিতের কোচিংয়ে নাইটরা গতবার ভালো পারফর্ম্যান্স করেছিল বলেও জানান ড্রে-রাস ৷ তাঁর কথায়, "আমি আমার ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা নিংড়ে দিতে তৈরি এবং সেটাই করেছি ৷ পণ্ডিত স্যার দারুণ কাজ করে এসেছেন ৷ সেই কারণেই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে ৷" সম্প্রতি ক্রীড়া ওয়েবসাইট স্পোর্টকিডাকে দেওয়া সাক্ষাৎকারে, চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং ও তাঁর নিয়মানুবর্তিতাকে 'মিলিট্যান্ট কোচিং' বলে উল্লেখ করেছিলেন অতীতে দক্ষিণ আফ্রিকা ও বর্তমানে নামিবিয়ার হয়ে খেলা ডেভিড উইজে ৷