বেঙ্গালুরু, 6 ফেব্রুয়ারি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরি ও পরবর্তী সময়ে প্রতারণার অভিযোগ উঠল ভারতীয় হকি দলের ডিফেন্ডারের বিরুদ্ধে ৷ অভিযুক্ত হকি খেলোয়াড়, অর্জুন পুরস্কার প্রাপ্ত বরুণ কুমারের বিরুদ্ধে বেঙ্গালুরুর জনভারতী থানায় অভিযোগ দায়ের করেছেন এক যুবতী ৷ জানা গিয়েছে, অভিযোগকারী যুবতী ভারতের ভলিবল খেলোয়াড় ৷ গত 2019 সাল থেকে দু’জনের মধ্যে সম্পর্ক ৷ অভিযোগ সম্প্রতি বরুণ তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ৷
পুলিশে দায়ের অভিযোগে মহিলা ভলিবল খেলোয়াড় জানিয়েছেন, 2016-17 সালে থেকে তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের সাউথ ডিভিশনে ট্রেনিংয়ের সুযোগ পান ৷ সেই সময় তাঁর বয়স ছিল 17 বছর ৷ তখনই বরুণ কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ 2 বছর পর 2019 সালে বরুণ তাঁকে প্রেমের প্রস্তাব দেন ৷ সেই থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷ যুবতী অভিযোগে জানিয়েছেন, ওই বছরেই অভিযুক্ত হকি খেলোয়াড় তাঁকে জয়নগরে নিয়ে যান ডিনারের জন্য ৷
অভিযোগ সেখানেই প্রথমবার তাঁর সঙ্গে একপ্রকার জোর করেই শারীরিক সম্পর্ক তৈরি করেন বরুণ কুমার ৷ সেই সময় যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন হকি খেলোয়াড় ৷ এর দীর্ঘ পাঁচবছরের সম্পর্কে তাঁরা একাধিকবার কাছাকাছি এসেছেন ৷ অভিযোগকারী মহিলা ভলিবল খেলোয়াড় জানিয়েছেন, এই সময়ের মধ্যে বরুণের আচরণে কোনও অস্বাভাবিকতা ছিল না ৷ এমনকী প্রতারণা করতে পারেন, এমন কোনও আচরণ বরুণের মধ্যে লক্ষ্য করেননি তিনি ৷