কিংসটাউন, 23 জুন:বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপে ঐতিহাসিক জয়ে তুলে নিল আফগানিস্তান ৷ যে কোনও ফরম্যাটে ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধে এটি তাদের প্রথম জয় ৷ কিংসটাউনে এদিন গুলবাদিন নইবের দুর্ধর্ষ স্পেলে অজিদের 21 রানে ধরাশায়ী করল রশিদ খান অ্যান্ড কোং ৷ এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশাও বেঁচে রইল আফগানদের ৷ 149 রান তাড়া করতে নেমে আফগান বোলারদের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল 127 রানে ৷
গত বছর 50 ওভারের বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবিক দ্বিশতরান মুখের গ্রাস কেড়েছিল আফগানদের ৷ এদিনও বেকায়দায় পড়ে যাওয়া দলের হাল ধরেছিলেন ম্যাক্সি ৷ কিন্তু আজকের দিনটা লেখা ছিল আফগানিস্তানের নামে ৷ 20 রানের বিনিময়ে মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড এবং প্যাট কামিন্সের মতো বাঘা-বাঘা চারটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নইব ৷ বিধ্বংসী হয়ে ওঠা ম্যাক্সওয়েলকে 41 বলে 59 রানে ফেরান তিনি-ই ৷ এছাড়াও তিনটি উইকেট নবীন উল হকের ৷ একটি করে উইকেট আজমাতুল্লাহ ওমারজাই, মহম্মদ নবি এবং অধিনায়ক রশিদের ৷