পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক আফগানদের, ঐতিহাসিক জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলেন রশিদরা - T20 WORLD CUP 2024 - T20 WORLD CUP 2024

Afghanistan Beat Australia: টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 21 রানে হারাল আফগানরা ৷ যে কোনও ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই প্রথম জয় আফগানিস্তানের ৷ বল হাতে 4 উইকেট নিয়ে জয়ের নায়ক গুলবাদিন নইব ৷

Afghanistan Beat Australia
আফগান ক্রিকেটারদের উচ্ছ্বাস (আফগানিস্তান ক্রিকেট বোর্ড-এক্স)

By PTI

Published : Jun 23, 2024, 9:52 AM IST

Updated : Jun 23, 2024, 10:26 AM IST

কিংসটাউন, 23 জুন:বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপে ঐতিহাসিক জয়ে তুলে নিল আফগানিস্তান ৷ যে কোনও ফরম্যাটে ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধে এটি তাদের প্রথম জয় ৷ কিংসটাউনে এদিন গুলবাদিন নইবের দুর্ধর্ষ স্পেলে অজিদের 21 রানে ধরাশায়ী করল রশিদ খান অ্যান্ড কোং ৷ এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশাও বেঁচে রইল আফগানদের ৷ 149 রান তাড়া করতে নেমে আফগান বোলারদের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল 127 রানে ৷

গত বছর 50 ওভারের বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবিক দ্বিশতরান মুখের গ্রাস কেড়েছিল আফগানদের ৷ এদিনও বেকায়দায় পড়ে যাওয়া দলের হাল ধরেছিলেন ম্যাক্সি ৷ কিন্তু আজকের দিনটা লেখা ছিল আফগানিস্তানের নামে ৷ 20 রানের বিনিময়ে মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড এবং প্যাট কামিন্সের মতো বাঘা-বাঘা চারটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নইব ৷ বিধ্বংসী হয়ে ওঠা ম্যাক্সওয়েলকে 41 বলে 59 রানে ফেরান তিনি-ই ৷ এছাড়াও তিনটি উইকেট নবীন উল হকের ৷ একটি করে উইকেট আজমাতুল্লাহ ওমারজাই, মহম্মদ নবি এবং অধিনায়ক রশিদের ৷

কিংসটাউনে এদিন টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ ৷ দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের 118 রানের পার্টনারশিপে স্কোরবোর্ডে বড় রানের ভিত গড়ে আফগানরা ৷ যদিও দুই ওপেনার আউট হতেই ম্যাচে ফেরেন অজি বোলাররা ৷ ক্রমাগত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 148 রানের বেশি তুলতে পারেনি তারা ৷ গুরবাজ করেন 49 বলে 60 রান ৷ মারেন 4টি চার, 4টি ছয় ৷ অন্যদিকে জাদরান করেন 48 বলে 51 রান ৷

সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানদের জয়ে জমে গেল সুপার এইটে গ্রুপ 'এ'র অঙ্ক ৷ যেখানে শেষ ম্যাচের উপর নির্ভর করছে সবকিছু ৷ শেষ ম্যাচে বাংলাদেশকে যদি আফগানিস্তান হারায় এবং অস্ট্রেলিয়া ভারতের কাছে হারে সেক্ষেত্রে অজিদের ছাপিয়ে সেমিতে পা রাখবেন রশিদরা ৷ হারলে যদিও আর কোনও আশা থাকবে না তাদের ৷ সেক্ষেত্রে দু'ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে ভারত ৷

Last Updated : Jun 23, 2024, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details