পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চ্য়াম্পিয়ন হয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনে ডায়মন্ড হারবার এফসি, উচ্ছ্বসিত অভিষেক - ABHISHEK CONGRATULATES DHFC - ABHISHEK CONGRATULATES DHFC

DHFC BECOMES I-LEAGUE 3 CHAMPION: আই লিগ 3 চ্যাম্পিয়ন হয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনে ডায়মন্ড হারবার এফসি ৷ ছেলেদের সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কী বললেন?

DHFC BECOMES I LEAGUE 3 CHAMPION
উচ্ছ্বসিত অভিষেক (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Oct 6, 2024, 9:54 PM IST

কলকাতা, 6 অক্টোবর: যেন স্বপ্নপূরণের প্রথম ধাপটা পেরনো গেল ৷ আই লিগ 3 চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ডায়মন্ড হারবার এফসি'র সকল ফুটবলার এবং কোচিং স্টাফকে অভিনন্দন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আগেই আই লিগের দ্বিতীয় ডিভিশনে উন্নীত হওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মালিকানাধীন ক্লাব ৷ রবিবার ফাইনালে ছানমারি এফসি'কে হারিয়ে 1-0 গোলে আই লিগ 3 চ্য়াম্পিয়ন হল কিবু ভিকুনা প্রশিক্ষণাধীন ক্লাব ৷

চ্যাম্পিয়ন হতেই দলকে এদিন অভিনন্দন জানান তৃণমূলের সেনাপতি ৷ অভিষেক এক্স হ্য়ান্ডলে লেখেন, "এই মরশুমে দলের ছেলেদের দুরন্ত পারফরম্যান্স ৷ দুর্দান্ত একটা কীর্তি ৷ আই লিগ 3 চ্য়াম্পিয়ন হয়ে আই লিগ 2-এ পৌঁছনোর জন্য ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন ৷ সকল সমর্থক এবং শুভাকাঙ্খীদের ধন্য়বাদ আন্তরিকভাবে সমর্থনের জন্য এবং আমাদের স্বপ্নে বিশ্বাস রাখার জন্য ৷ ডিএইচএফসি'র এই জয় ফুটবলে আগ্রহী ভারতের সকল তরুণকে অনুপ্রাণিত করবে ৷"

রবিবাসরীয় ফাইনালে আইজলের ছানমারি এফসি'কে একমাত্র গোলে হারিয়ে আই লিগ 3 চ্য়াম্পিয়ন হয় ডায়মন্ডহারবার এফসি ৷ 29 মিনিটে রাঘব গুপ্তার গোল দলকে প্রথম জাতীয় স্তরের ট্রফি জিততে সাহায্য করে ৷ এদিন সারা ম্য়াচে 69 শতাংশ বল নিজেদের দখলে রেখে বাজিমাত করে কিবু ভিকুনার ছেলেরা ৷ এর আগে গ্রুপ-এ থেকে সর্বাধিক চার ম্য়াচে 9 পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ৷

এরপর প্লে-অফেও গ্রুপ-এ'র শীর্ষে থেকে ফাইনালে পৌঁছন জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠারা ৷ ডায়মন্ড হারবারের পাশাপাশি আগামী মরশুমে আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলবে ছানমারি এফসি, কিনু লাইব্রেরি অ্যান্ড স্পোর্টস অ্য়াসোসিয়েশন এবং স্য়াট এফসি তিরুর ৷

ABOUT THE AUTHOR

...view details