কোচবিহার, 29 ফেব্রুয়ারি: ‘‘কায়দা করে শেখ শাহজাহানকে ফাঁসানো হয়েছে ৷ এতদিন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না । যেই ইডির ওপর হামলা হল সেই নানান অভিযোগ উঠতে শুরু করল ।’’ কোচবিহারের এক সভা থেকে সন্দেশখালির ত্রাস শাহজাহানের ‘পাশে’ দাঁড়িয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।
এদিন তৃণমূলের মন্ত্রীসভার অন্যতম সদস্যের কথায়, কেউ একজন যদি নির্বাচনের সময় দলে না-থাকে তবে তো অবশ্যই ক্ষতি । সে শেখ শাহজাহান হোক বা যেই হোক না কেন ৷ যে ক্ষতি হবে তা অবশ্য অন্যভাবে পূরণ করা হবে ৷ দিনহাটায় পিঠে কাণ্ডে অনেককে জড়ানোর চেষ্টা করেছিল বিজেপি ৷ তবে সেভাবে প্রতিবাদ করায় বিজেপির লাভ হয়নি । সন্দেশখালি নিয়ে এর আগে বিরোধী বিধায়কদের কোনও প্রশ্ন কিংবা অভিযোগ ছিল না ৷ দোষ প্রমাণ হলে বোঝা যাবে শেখ শাহজাহান কতটা দোষী কিংবা আদৌ কী ঘটনা ঘটেছে ৷ তবে হোমিওপ্যাথি-অ্যালোপ্যাথি-কবিরাজি যে পদ্ধতিতে হোক কোচবিহার লোকসভা আসন জিততে হবে তৃণমূল কংগ্রেসকে ।