কলকাতা, 30 জানুয়ারি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও কিছু সময় বাকি ৷ তবে, তার আগেই তৃণমূল পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তা বলাই যায় ৷ যার দামামা গতকাল উত্তরবঙ্গ থেকে বাজিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর আজ থেকে তৃণমূল মহিলা কংগ্রেস 45 দিনের বিশেষ প্রাক-নির্বাচনী কর্মসূচি শুরু করছে ৷ কলকাতার রাস্তা 'চলো পাল্টাই' মিছিল দিয়ে যার সূচনা হচ্ছে ৷
সোমবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ বেশ কয়েকটি জেলাকে নিয়ে সভা করেছেন মমতা ৷ আজও উত্তরবঙ্গের দু’টি গুরুত্বপূর্ণ জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সভা করবেন তিনি ৷ এর পাশাপাশি রাজ্যের মহিলাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধি মূর্তি পর্যন্ত মিছিল হবে ৷ আনুষ্ঠানিকভাবে এই মিছিলের নাম দেওয়া হয়েছে 'চলো পাল্টাই' ৷ মূলত আজ থেকে 45 দিনের বিশেষ জনসংযোগ কর্মসূচি শুরু করছে তৃণমূল ৷
এই জনসংযোগ কর্মসূচিতে প্রধান লক্ষ্য রাজ্যের মহিলারা ৷ তাঁদের জন্য রাজ্য সরকারের যে সকল জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, তা আবারও প্রচারের আলোয় নিয়ে আসতে চাইছে শাসকদল ৷ যার উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে মহিলা ভোটকে একত্রিত করা ৷ তৃণমূল সূত্রে খবর, এই জনসংযোগে কেন্দ্রের বিজেপি সরকারের নারী বিরোধী নীতিও তুলে ধরা হবে ৷ 4 মার্চ এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হবে ৷