পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'চলো পাল্টাই' মিছিল থেকে শুরু তৃণমূল মহিলা কংগ্রেসের 45 দিনের প্রাক-নির্বাচন কর্মসূচি

Trinamool Mahila Congress's 'Chalo Paltai' Rally: আজ তৃণমূল মহিলা কংগ্রেসের 'চলো পাল্টাই' মিছিল ৷ যে মিছিল দিয়ে 45 দিনের বিশেষ প্রাক-নির্বাচনী কর্মসূচি শুরু করছে রাজ্যের শাসকদল ৷ রাজ্যের মহিলাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধি মূর্তি পর্যন্ত এই মিছিল হবে ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 10:24 AM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 30 জানুয়ারি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও কিছু সময় বাকি ৷ তবে, তার আগেই তৃণমূল পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তা বলাই যায় ৷ যার দামামা গতকাল উত্তরবঙ্গ থেকে বাজিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর আজ থেকে তৃণমূল মহিলা কংগ্রেস 45 দিনের বিশেষ প্রাক-নির্বাচনী কর্মসূচি শুরু করছে ৷ কলকাতার রাস্তা 'চলো পাল্টাই' মিছিল দিয়ে যার সূচনা হচ্ছে ৷

সোমবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ বেশ কয়েকটি জেলাকে নিয়ে সভা করেছেন মমতা ৷ আজও উত্তরবঙ্গের দু’টি গুরুত্বপূর্ণ জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সভা করবেন তিনি ৷ এর পাশাপাশি রাজ্যের মহিলাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধি মূর্তি পর্যন্ত মিছিল হবে ৷ আনুষ্ঠানিকভাবে এই মিছিলের নাম দেওয়া হয়েছে 'চলো পাল্টাই' ৷ মূলত আজ থেকে 45 দিনের বিশেষ জনসংযোগ কর্মসূচি শুরু করছে তৃণমূল ৷

এই জনসংযোগ কর্মসূচিতে প্রধান লক্ষ্য রাজ্যের মহিলারা ৷ তাঁদের জন্য রাজ্য সরকারের যে সকল জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, তা আবারও প্রচারের আলোয় নিয়ে আসতে চাইছে শাসকদল ৷ যার উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে মহিলা ভোটকে একত্রিত করা ৷ তৃণমূল সূত্রে খবর, এই জনসংযোগে কেন্দ্রের বিজেপি সরকারের নারী বিরোধী নীতিও তুলে ধরা হবে ৷ 4 মার্চ এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হবে ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পিছনে ছিল বাংলার সর্বস্তরের মহিলাদের সমর্থন ৷ সেই মহিলা ভোটব্যাংক আসন্ন লোকসভা নির্বাচনেও অটুট রাখতে চাইছে তৃণমূল ৷ আর সেই জায়গা থেকেই এই 45 দিনব্যাপী জনসংযোগ কর্মসূচির শুরু হচ্ছে আজ ৷ উল্লেখ্য়, এবারের লোকসভা ভোটে ফের সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন একটা বড় ইস্যু হতে চলেছে ৷ যার ঢাকে কাঠি পড়ে গিয়েছে গত কয়েকদিনে ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিক ও শান্তনু ঠাকুর গত দু’দিনে ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই সিএএ লাগু হবে ৷ আর তাই নিয়ে গতকাল উত্তরবঙ্গের দু’টি জনসভা থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যে সিএএ তিনি লাগু করতে দেবেন না, তা আরও একবার জানিয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বিজেপি নেতাদের সিএএ লাগুর ঘোষণা আদতে 'কুমির ছানা' দেখানো, কটাক্ষ তৃণমূলের
  2. 'আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ', দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের
  3. চোপড়া হয়ে রায়গঞ্জ, মুখ্যমন্ত্রীর উত্তর দিনাজপুর সফরে হঠাৎ বদল

ABOUT THE AUTHOR

...view details