কলকাতা, 26 ফেব্রুয়ারি: আধার ইস্যু নিয়ে কথা বলতে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের প্রতিনিধি দল আজ (সোমবার) নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছে । এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়, রাজ্যসভার সাংসদ দোলা সেন ও তৃণমূল সাংসদ সাজদা আহমেদ ।
সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ ওঠে ৷ এই নিয়ে সরব হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে সমস্ত মানুষ এই সমস্যার মুখে পড়েছেন, তাঁদের জন্য রাজ্য সরকার একটি পোর্টাল খুলেছে ৷ সেখানে এই নিয়ে যাবতীয় অভিযোগ করা যাচ্ছে ৷
মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছিলেন ৷ ওই সাংবাদিক বৈঠকের দিনই এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেদিনই তিনি জানিয়েছিলেন যে এই নিয়ে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে ৷ সেই মতো সোমবার বাংলার শাসক দলের তিন সদস্য়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান ৷