পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

এক নেতা-এক ধর্মে নয়; মানুষের রায় হোক বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি রক্ষায়: সাগরিকা ঘোষ

Sagarika Ghose on LS Elections 2024: আসন্ন লোকসভা নির্বাচনকে 'মোমেন্ট অফ ট্রুথ' বলে ব্যাখ্যা করলেন সাগরিকা ঘোষ ৷ এমনকী এই নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, তার কারণও দর্শালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷

Etv Bharat
সাগরিকা ঘোষ

By ANI

Published : Mar 17, 2024, 5:33 PM IST

কলকাতা, 17 মার্চ: সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি ৷ যোগদানের পরপরই রাজ্যের শাসকদল তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়েছে ৷ সাংবাদিক টার্নড রাজনীতিবিদ সাগরিকা ঘোষ তৃণমূলে যোগদানের পর থেকেই বারংবার সরব হয়েছেন কেন্দ্রের শাসকদল বিজেপি বিরোধিতায় ৷ এবার আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি ৷

আসন্ন লোকসভা নির্বাচনকে 'মোমেন্ট অফ ট্রুথ' বা সত্যপ্রকাশের মুহূর্ত বলে ব্যাখ্যা করলেন সাগরিকা ৷ আসন্ন নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? উত্তরে সংবাদসংস্থা এএনআই'কে রাজ্যসভার তৃণমূল প্রার্থী বলেন, "এই নির্বাচনের মধ্যে দিয়ে সত্যটা আমাদের সামনে আসবে ৷ আমরা একটাই রাজনৈতিক দল, একজন নেতা, একটি ভাষা, একটি ধর্ম, একটি মাত্র পোশাকের পক্ষেই থাকব নাকি আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সর্ব ধর্মের সংস্কৃতি এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে রক্ষা করব?"

এখানেই শেষ নয় ৷ কেন্দ্রে বিজেপি'র সরকার সাধারণ মানুষের সাধারণ চাহিদাপূরণেই ব্যর্থ বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷ আমজনতার উদ্দেশে তাই প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন, "আমাদের সাধারণ চাহিদাগুলো যখন সংকটের সামনে তখন আমরা কি চাইব সেই পুরনো সময়কে বয়ে নিয়ে যেতে?"

রাজ্যের শাসকদলের ঝান্ডা হাতে নেওয়ার পর থেকে সোশাল মিডিয়ায় বেশ সরব সাগরিকা ৷ বিজেপি তাদের প্রথম দফার প্রার্থীতালিকায় আসানসোল থেকে ভোজপুরী গায়ক-নায়ক পবন কুমারকে রাখায় টুইটারে সরব হয়েছিলেন তিনি ৷ পবনের মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মানের বিষয়টি টুইটে তুলে ধরে বিরোধিতা করেছিলেন সাগরিকা ৷ পরে অবশ্য পবন কুমার নিজেই বাংলা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্য়াপারে বেঁকে বসেন ৷

এদিকে শনিবারই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ দেশজুড়ে সাত দফায় অনুষ্ঠিত 18তম সাধারণ নির্বাচন ৷ 19 এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ ৷ চলবে 1 জুন পর্যন্ত ৷ নির্বাচনের ফল ঘোষণা 4 জুন ৷ বিহার এবং উত্তরপ্রদেশের সঙ্গে বাংলাতেও 7 দফায় হবে নির্বাচন ৷ (এএনআই)

আরও পড়ুন:

  1. আসানসোলের বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মান, মোদিকে খোঁচা সাগরিকার
  2. রাজ্যসভা নির্বাচনে চার প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের, তালিকায় সাগরিকা-সুস্মিতাও

ABOUT THE AUTHOR

...view details