কলকাতা, 17 মার্চ: সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি ৷ যোগদানের পরপরই রাজ্যের শাসকদল তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়েছে ৷ সাংবাদিক টার্নড রাজনীতিবিদ সাগরিকা ঘোষ তৃণমূলে যোগদানের পর থেকেই বারংবার সরব হয়েছেন কেন্দ্রের শাসকদল বিজেপি বিরোধিতায় ৷ এবার আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি ৷
আসন্ন লোকসভা নির্বাচনকে 'মোমেন্ট অফ ট্রুথ' বা সত্যপ্রকাশের মুহূর্ত বলে ব্যাখ্যা করলেন সাগরিকা ৷ আসন্ন নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? উত্তরে সংবাদসংস্থা এএনআই'কে রাজ্যসভার তৃণমূল প্রার্থী বলেন, "এই নির্বাচনের মধ্যে দিয়ে সত্যটা আমাদের সামনে আসবে ৷ আমরা একটাই রাজনৈতিক দল, একজন নেতা, একটি ভাষা, একটি ধর্ম, একটি মাত্র পোশাকের পক্ষেই থাকব নাকি আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সর্ব ধর্মের সংস্কৃতি এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে রক্ষা করব?"
এখানেই শেষ নয় ৷ কেন্দ্রে বিজেপি'র সরকার সাধারণ মানুষের সাধারণ চাহিদাপূরণেই ব্যর্থ বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷ আমজনতার উদ্দেশে তাই প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন, "আমাদের সাধারণ চাহিদাগুলো যখন সংকটের সামনে তখন আমরা কি চাইব সেই পুরনো সময়কে বয়ে নিয়ে যেতে?"