বনগাঁ, 19 এপ্রিল: বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন উত্তর 24 পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ শুক্রবার বিধানসভায় গিয়ে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন ৷ তিনি জানান, বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ৷ তাই ইস্তফা দিলেন ৷
2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বাগদার বিধায়ক হন ৷ পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে ইস্তফা দেননি ৷ ফলে বিধানসভার অন্দরে তিনি বিজেপি বিধায়ক হিসেবে থেকে গেলেও বাইরে তিনি তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন ৷ কিন্তু বিজেপিতে যোগ দেওয়া তাঁর ভুল ছিল বলে তিনি জানিয়েছেন বিশ্বজিৎ দাস ৷
শুক্রবার উত্তর 24 পরগনার গোপালনগরে নিজের বাসভবনে মন্দিরে পুজো দিয়ে বিধানসভার উদ্দেশে রওনা দেন বিশ্বজিৎ দাস । তার আগে তিনি বিশ্বজিৎ বলেন, ‘‘বিজেপিতে যাওয়া আমার মস্ত বড় ভুল ছিল । গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত দল বিজেপি । কাজ করার কোনও পরিবেশ নেই । আগেই আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম । আজ থেকে কাগজপত্রে সম্পর্ক ছিন্ন হবে ।’’