পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বিজেপিতে যাওয়া মস্ত বড় ভুল ছিল, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দাবি বিশ্বজিৎ দাসের - Biswajit Das - BISWAJIT DAS

Biswajit Das: উত্তর 24 পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ 2021 সালে জিতেছিলেন বিজেপির টিকিটে ৷ পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ কিন্তু ইস্তফা দেননি বিধায়ক পদ থেকে ৷ এবার তিনি বনগাঁ লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ সেই কারণে বিধায়ক পদ ছাড়লেন তিনি ৷

Biswajit Das
Biswajit Das

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 6:53 PM IST

Updated : Apr 19, 2024, 8:07 PM IST

Biswajit Das

বনগাঁ, 19 এপ্রিল: বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন উত্তর 24 পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ শুক্রবার বিধানসভায় গিয়ে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন ৷ তিনি জানান, বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ৷ তাই ইস্তফা দিলেন ৷

2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বাগদার বিধায়ক হন ৷ পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে ইস্তফা দেননি ৷ ফলে বিধানসভার অন্দরে তিনি বিজেপি বিধায়ক হিসেবে থেকে গেলেও বাইরে তিনি তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন ৷ কিন্তু বিজেপিতে যোগ দেওয়া তাঁর ভুল ছিল বলে তিনি জানিয়েছেন বিশ্বজিৎ দাস ৷

শুক্রবার উত্তর 24 পরগনার গোপালনগরে নিজের বাসভবনে মন্দিরে পুজো দিয়ে বিধানসভার উদ্দেশে রওনা দেন বিশ্বজিৎ দাস । তার আগে তিনি বিশ্বজিৎ বলেন, ‘‘বিজেপিতে যাওয়া আমার মস্ত বড় ভুল ছিল । গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত দল বিজেপি । কাজ করার কোনও পরিবেশ নেই । আগেই আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম । আজ থেকে কাগজপত্রে সম্পর্ক ছিন্ন হবে ।’’

পরে ইস্তফা দিয়ে তিনি বনগাঁ লোকসভা আসনে জয়ের ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন ৷ কারণ, হিসেবে তিনি জানান, শান্তনু ঠাকুর মতুয়াদের জন্য কিছুই করেননি ৷ বরং মমতা বন্দ্যোপাধ্য়ায়ই প্রকৃত উন্নয়ন করেছেন মতুয়াদের জন্য ৷ তিনি সিএএ লাগু হওয়ার সমালোচনা করেছেন ৷

এ দিকে তিনি পদত্যাগ করায় বাগদা বিধায়ক শূন্য হয়ে পড়েছে ৷ এই নিয়ে বিশ্বজিৎ দাস বলেন, ‘‘ভালো কিছু পাবে বাগদা । আমি বাগদার মানুষের প্রতি কৃতজ্ঞ । আমার মনের মণিকোঠায় বাগদার মানুষের স্মৃতি চির স্মরণীয় হয়ে থাকবে ।’’

আরও পড়ুন:

  1. পদ্ম ছেড়ে জোড়াফুলে পাড়ি, কোন ‘দলবদলু’দের পুরস্কার দিল তৃণমূল
  2. রাস্তার অবস্থা বেহাল হওয়ায় বিয়ে হচ্ছে না এলাকার ছেলেদের, 'দিদির দূত'কে ঘিরে ক্ষোভ
  3. বিধানসভায় যিনি বিজেপি বিধায়ক, এলাকায় তিনিই তৃণমূল জেলা সভাপতি !
Last Updated : Apr 19, 2024, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details